বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লির আত্মঘাতী বিস্ফোরণের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী। আর ঠিক সেই আবহে, ভারতের হাত শক্ত করতে বিরাট প্রস্তাব দিয়েছে বন্ধু রাশিয়া। WION এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ভ্লাদিমির পুতিনের দেশ ভারতকে তাদের Su-57E যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব দিয়েছে (India Russia Su-57E Deal)। তবে এখানেই শেষ নয়, উন্নত প্রযুক্তির যুদ্ধবিমানের পাশাপাশি পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করারও প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। এই বিশেষ প্রস্তাব এসেছে রোসোবোরোন এক্সপোর্ট এবং ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের তরফে। যা এবার পাকিস্তানের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়াল!
পুতিনের ভারত সফরের আগেই নয়া প্রস্তাব পেল নয়া দিল্লি
আগামী ডিসেম্বরেই ভারত সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তার আগেই রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, “ভারতকে পঞ্চম প্রজন্মের প্রযুক্তির পূর্ণাঙ্গ জ্ঞান ও শেখার সুযোগ অফার করছি আমরা। যার মধ্যে থাকছে ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তার উপাদান, অপটিক্স, AESA রাডার, লো সিগনেচার প্রযুক্তি এবং অত্যাধুনিক বিমান যুদ্ধাস্ত্র।”
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভারত এবং রাশিয়ার ছয় দশকের পুরনো প্রতিরক্ষা সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। বন্ধু রাশিয়ার তরফে এই প্রস্তাব এমন সময় এসেছে যেখানে আর কিছুদিনের মধ্যেই ভারতের মাটিতে পা রাখবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার তরফে Su-57E পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সহ ভারতের কাছে পূর্ণ প্রযুক্তি হস্তান্তর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে পুতিনের সফরের আগে।
বলাই বাহুল্য, Su-57E যুদ্ধ বিমানের প্রস্তাবিত চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ভারতীয় বায়ু সেনার প্রয়োজন অনুযায়ী এই বিমানটি ডিজাইন এবং আপগ্রেড করা হবে। অনেকেই বলছেন, যুদ্ধবিমান প্রদানের পাশাপাশি দুই আসনের সংস্করণ বিশেষ করে প্রশিক্ষণ, কৌশলগত বিষয়ে এবং উন্নত যুদ্ধ ক্ষমতা, ভারতের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন, এই যৌথ উন্নয়নের মাধ্যমে ওদের সাথে রাশিয়ার সখ্যতা যেমন বাড়বে তেমনই নিজস্ব অভ্যন্তরীণ সক্ষমতা এবং ক্ষমতা বৃদ্ধি করতে পারবে নয়া দিল্লি। এছাড়াও আগামীতে ভারত অভ্যন্তরীণভাবে এই ফাইটার জেট তৈরি করতেও সক্ষম হবে।
অবশ্যই পড়ুন: ফাঁকা জিমে বান্ধবীকে কোলে তুলে…. হার্দিক পান্ডিয়ার জীবনের রঙিন মুহূর্ত দেখছে নেট দুনিয়া
হঠাৎ কেন উদ্বেগ বাড়ল পাকিস্তানের?
রাশিয়ার তরফে ভারতকে উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমানের পাশাপাশি উচ্চ প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রদানের খবরে একেবারে শির হয়ে গিয়েছে ইসলামাবাদ। আসলে বন্ধু রাশিয়ার তরফে এই বিশেষ সুবিধা পেলে আগামী দিনে ভারতীয় বায়ু সেনার ক্ষমতা কয়েক গুণ বাড়বে তা বলা যায়। তাছাড়াও আগামী দিনে রাশিয়ার যুদ্ধবিমান দেশের মাটিতেই তৈরি করতে পারবে ভারত। ফলে আরও স্বনির্ভর হবে নয়া দিল্লি। তাতে আগামী দিনে শত্রুপক্ষের কাল ঘাম ছুটবে সেটা বলাই যায়। আর সে কারণেই রাশিয়ার তরফে ভারতের কাছে আসা বিশেষ প্রস্তাবে ঘুম উড়েছে পাকিস্তানের!