দিল্লি যাওয়ার আগে সমস্যা! বাধা কাটিয়ে শেষমেষ রাজধানীতে পা পড়ল লিওনেল মেসির

Lionel Messi India Tour, Lionel Messi, New Delhi, Pollution, Delhi Air Pollution, Messi Delhi Visit,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার মারাত্মক দূষণের কবলে রাজধানী দিল্লি। বাতাসের গুণগতমান এতটাই খারাপ যে রাজধানীর বুকে বিমান এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল 6টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 456। আর এই তীব্র বায়ু দূষণের কারণে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির Goat IndiaTour এর শেষ দিনের সফরও (Lionel Messi India Tour) প্রভাবিত হয়েছে। Zee নিউজের প্রতিবেদন অনুযায়ী, এদিন দিল্লির আকাশে দূষণ বেড়ে যাওয়ায় ব্যাপক কুয়াশার কারণে মহাতারকার চার্টার্ড ফ্লাইটটি মুম্বই থেকে নির্ধারিত সময়ে উড়তে পারেনি।

বিপর্যয় কাটিয়ে দিল্লিতে মেসি

জানা যাচ্ছে, সোমবার দিল্লির আকাশে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর্জেন্টাইন ফুটবলার লিও মেসির ফ্লাইটটি দিনের শুরুতে মুম্বই বিমানবন্দর থেকে উড়তে পারেনি। আপাতত যা খবর, প্রতিকূল আবহাওয়ার কারণে মেসির ওই ফ্লাইটটি স্থগিত করে দেয়া হয়। যার ফলে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষার পর অবশেষে বিকেলের আগেই দিল্লিতে ল্যান্ড করল মেসির বিমান।

মেসির সফরে বিলম্ব হলেও উন্মাদনার শেষ নেই ভক্তদের

প্রথমে কলকাতা সেখান থেকে হায়দরাবাদ সফর শেষ করে মুম্বই ঘুরে দিল্লিতে যাওয়ার কথা ছিল ফুটবলের ভগবান লিও মেসির। যার জন্য দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। সবচেয়ে বড় কথা দিল্লির বায়ু দূষণের কারণে সেই অপেক্ষা অনেকটাই বাড় ভক্তদের। তবে রিপোর্ট অনুযায়ী, মেসিকে দেখতে বিলম্বে হলেও উন্মাদনায় এক ফোটাও ভাটা পড়েনি সমর্থকদের। এরই মাঝে, সোমবার দুপুর থাকতেই দিল্লির বুকে পা রাখলেন আর্জেন্টাইন মহাতারকা।

অবশ্যই পড়ুন: টোটো রেজিস্ট্রেশন নিয়ে বড় সুখবর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

উল্লেখ্য, এক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার প্রবল বায়ু দূষণের কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে 100টি ফ্লাইট বাতিল করে দেয় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সাথে 300 র বেশি ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে উড়ছে। এ প্রসঙ্গে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জানি করে আগেই জানিয়ে দিয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যা হতে পারে। তাই যাত্রীদের সুবিধার্থে একাধিক ফ্লাইট নির্দিষ্ট সময় থেকে দেরিতে ছাড়বে

Leave a Comment