দীঘার জগন্নাথ মন্দিরে হাড়হিম কাণ্ড, মহিলার ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি! ভাইরাল ভিডিও

Digha Jagannath Temple valuables including money stolen from devotee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত অক্ষয় তৃতীয়ায় ঘটা করে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর থেকেই দীঘায় ভিড় জমাতে শুরু করেছেন বহু দর্শনার্থী।

প্রতিমাসেই রাজ্য তথা দেশের নানান প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসছন দীঘার জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দর্শনে। তবে ভগবান দর্শনে গিয়ে নিজেদের মূল্যবান জিনিস খোয়াতে হবে, প্রথম পর্যায়ে বোধহয় সে কথা ভাবেননি কেউই। তবে অভিযোগ, দীঘার মন্দির চত্বরে এক প্রকার লবিবাজি চলছে চোরেদের।

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠে আসছে, হাজার হাজার ভক্তের মাঝে নিজেদের কার্যসিদ্ধি করছে চোরেরা। মন্দিরে জগন্নাথ দর্শনে এসে দামি স্মার্টফোন, কয়েক হাজার টাকা এমনকি সোনার গহনা চুরি গেছে এমন ঘটনার ভুক্তভোগী অনেকেই। এবার ফের আরও এক চুরির ঘটনার সাক্ষী থাকলো দীঘার জগন্নাথ ধাম।

জগন্নাথ দর্শনে এসে টাকা সহ একাধিক জিনিস চুরি গেল ভক্তের

সদ্য সোশ্যাল মিডিয়ায় গা ভাসিয়েছে একটি ভিডিও। যেখানে এক মহিলা দাবি করছেন, দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে এসে চোরের শিকার হলেন এক গৃহবধূ। ভিডিওটিতে চোখ রাখলে দেখা যাবে, কমলা রঙের শাড়ি পরিহিত এক মহিলাকে। তাঁর দাবি, জগন্নাথ দর্শন করতে দীঘার মন্দিরে এসেছিলেন। এরপরই হঠাৎ কখন তাঁর ব্যাগ থেকে টাকা সহ একাধিক পার্স চুরি গেছে তা তিনি বুঝতেই পারেননি।

ভিডিওটিতে ওই মহিলাকে বলতে শোনা যায়, জগন্নাথ দেবকে দর্শন করতে মন্দিরে গিয়েছিলেন। পরে দেখেন তাঁর ব্যাগ কেটে 5 হাজার টাকা সহ বেশ কয়েকটি চাবি ও পার্স চুরি হয়েছে। যে ঘটনায় ফের বিতর্কে জড়াল দীঘার নব নির্মিত জগন্নাথ ধাম।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে গিয়ে একই অভিজ্ঞতা হয়েছিল বেশ কয়েকজন যুবকের। ক্যামেরার মুখোমুখি হয়ে তাঁদের বলতে শোনা যায়, জুতো থেকে শুরু করে মোবাইল ফোন, দীঘার জগন্নাথ মন্দির চত্বরে সবই চুরি যাচ্ছে।

এছাড়াও, দীঘায় জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে চুরির শিকার হতে হতে বেঁচেছেন এমন উদাহরণ কম নেই। সব মিলিয়ে, মন্দির উদ্বোধন হওয়ার কয়েক মাসের মধ্যেই চোরেদের উপদ্রব বেড়েছে মন্দির চত্বরে। যার কারণে বাংলার নতুন জগন্নাথ ধাম দর্শন করতে যেতে ভয় পাচ্ছেন ভক্তরা। আর এসবের মাঝেই ভক্তদের নানান মূল্যবান জিনিস চুরির ঘটনায় প্রশ্ন উঠছে মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও।

Leave a Comment