দীপাবলির আগেই বাড়বে DA, পেনশন? মিলবে তিন মাসের বকেয়াও?

DA Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে চলেছে সরকার। শোনা যাচ্ছে, আসন্ন অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ডিএ এবং ডিআর বৃদ্ধি (DA Hike) করা হতে পারে। আর এবার ৩% হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। এমনকি এই বৃদ্ধি কার্যকর হবে ২০২৫-এর জুলাই মাস থেকেই। ফলে কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা অক্টোবর মাসের বেতন বা পেনশনে বাড়তি টাকা তো পাবেনই, সঙ্গে মিলবে অতিরিক্ত তিন মাসের বকেয়া।

কত বাড়বে DA এবং DR?

প্রসঙ্গত, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। তবে নতুন ঘোষণা হলে তা বেড়ে ৫৮% হতে পারে। অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই বাড়তি হার কার্যকর থাকবে। সাধারণত জানুয়ারি থেকে জুন সময়ের জন্য একবার ও দীপাবলীর আগে জুলাই থেকে ডিসেম্বরের জন্য আরেকবার ডিএ বৃদ্ধি করা হয়। প্রসঙ্গত এ বছর দীপাবলি পড়ছে ২০ এবং ২১ অক্টোবর। ফলে উৎসবের মরসুমে কর্মচারীদের কাছে এই সুখবর যে আনন্দে নতুন মাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না।

কত টাকা বেতন বাড়বে?

হিসাব বলছে, যাদের মাসিক বেতন ১৮,০০০ টাকা, তারা এখন ৫৫% হারে ৯৯০০ টাকা ডিএ পাচ্ছে। তবে নতুন হার কার্যকর হলে তাদের ডিএ বেড়ে হবে ১০,৪৪০ টাকা। অর্থাৎ, প্রতি মাসে বাড়তি ৫৪০ টাকা পকেটে ঢুকবে। পাশাপাশি যারা ২০,০০০ টাকা পেনশন পায়, তারা আগে ১১,০০০ টাকা ডিআর পেতেন। এবার নতুন হারে তারা ডিআর পাবেন ১১,৬০০ টাকা। অর্থাৎ মাসে বাড়তি ৬০০ টাকা পকেটে ঢুকবে।

আরও পড়ুনঃ ফের বাড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

উল্লেখ্য, এই ডিএ এবং ডিআর বৃদ্ধি শুধুমাত্র উৎসবের উপহার নয়, বরং সপ্তম বেতন কমিশনের শেষ বৃদ্ধি বলেও মনে করা হচ্ছে। কারণ এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫। এরপর অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। তবে চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা থাকলেও এখন পর্যন্ত চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হয়নি। পাশাপাশি টার্মস অফ রেফারেন্স ঠিক করাও বাকি। তবে অভিজ্ঞতা বলছে, রিপোর্ট জমা পড়া থেকে কার্যকর হতে প্রায় ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত সময় লাগে। ফলে ২০২৭-এর শেষ বা ২০২৮-এর শুরুতেই হয়তো নতুন বেতন কমিশন কার্যকর হতে পারে।

Leave a Comment