‘দীপাবলির আগেও পাওয়া যাবে না!’ এ বছর মিলবে? DA নিয়ে বড় খবর

dearness allowance supreme court

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে শুনানি। এবার চূড়ান্ত রায়দান হবে শীঘ্রই। যদিও কবে হবে সেই নিয়ে এখনও অবধি কিছু জানা সম্ভব হয়নি। অপরদিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাফ কথা, এই বিষয়ে কোনও আগাম আভাস বা গুজব না ছড়ানোই ভালো। তবে কি দুর্গাপুজোর পর কিংবা কালিপুজোর আগে বা পরে ডিএ মামলার চূড়ান্ত রায়দান করবে সুপ্রিম কোর্ট? চলুন জেনে নেওয়া যাক বিশদে।

কবে হবে ডিএ মামলার চূড়ান্ত শুনানি?

জানা গিয়েছে, গত সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ২০২২ সালের আদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা আবেদনের উপর তার রায় সংরক্ষণ করেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কোটিশ্বর সিং-এর একটি বেঞ্চ রাজ্য সরকারের পক্ষে অভিষেক সিংভি এবং হুজেফা আহমেদি সহ সিনিয়র আইনজীবীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের পক্ষে সিনিয়র আইনজীবী পিএস পাটওয়ালিয়া এবং অন্যান্যদের শুনানি করেছে।

আরও পড়ুনঃ এশিয়া কাপের পুরস্কারের ১০ গুন, কেনা যাবে গোটা পাকিস্তান দল! শিরোনামে হার্দিকের হাতঘড়ি

২০ মে, ২০২২ তারিখে, হাইকোর্ট রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT)-এর একটি আদেশ বহাল রাখে এবং তৃণমূল সরকারকে নির্দেশ দেয় যে, ২০০৯ সালের জুলাই থেকে বকেয়া ডিএ তিন মাসের মধ্যে রাজ্যে বেতন ও ভাতা সংশোধন (ROPA) কার্যকর হওয়ার পর থেকে পরিশোধ করতে। এতে বলা হয়েছে যে, রাজ্য সরকার তাদের কর্মচারীদের ডিএ দিতে না পারার যে আর্থিক অক্ষমতার অবস্থান নিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। যাইহোক, এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের ৩ সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলে সর্বোচ্চ আদালত। এই নির্দেশ দিয়ে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতি, সঞ্জয় করোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ।

কী বলছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য?

রায়দান কবে হতে পারে? এই বিষয়ে বিকাশবাবু জানান, ‘এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না, দীপাবলির আগেও পাওয়া যাবে না। কারণ তিন সপ্তাহ আরও সময় লাগবে লিখিত নোটস দেওয়ার জন্য। তারপর বিচারপতিরা বসবেন। দুর্গাপুজো ও কালীপুজোয় কোর্ট ছুটি হয়ে যাবে। দেখা যাক, কবে হয়। এই বছরে পেলেই খুশি হব।’ তিনি আরও জানিয়েছেন, ‘ডিএ মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে, সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। জাজমেন্ট কখন দেবেন, সেটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’

Leave a Comment