দীর্ঘক্ষণ বন্ধ থাকবে টিকিট বুকিং পরিষেবা! মাথায় হাত রেল যাত্রীদের

IRCTC Train Ticket

সহেলি মিত্র, কলকাতা: ভারতীয় রেল যাত্রীদের দুর্ভোগ যেন থামারই নাম নিচ্ছে না। ঘন ঘন রেলের কাজের জন্য ট্রেন বাতিল, কিংবা ঘন কুয়াশার জন্য ট্রেন বাতিল কিংবা রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিল তো লেগেই রয়েছে। এছাড়া এই শীতের মরসুমে ঘন কুয়াশার কারণে ট্রেন দেরিতে চলছে। এসবের মাঝেই আরো একটি খারাপ খবর রইলো সাধারণ রেল যাত্রীদের জন্য। এবার কেউ টানা ৫ ঘন্টার জন্য ট্রেনের টিকিট কাটতে (Ticket Booking) পারবেন না। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে এবার টানা ৫ ঘন্টার জন্য PRS সিস্টেম বন্ধ রাখার ঘোষণা করেছে ভারতীয় রেল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

টানা ৫ ঘণ্টা বন্ধ থাকবে টিকিট বুকিং পরিষেবা

রেলওয়ের পিআরএস (যাত্রী সংরক্ষণ ব্যবস্থা) ২২ নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৫ টা থেকে ২৩ নভেম্বর, ২০২৫ ভোর ৪:৪৫ টা পর্যন্ত বন্ধ থাকবে। এই পাঁচ ঘন্টার মধ্যে, দিল্লিতে বেশিরভাগ যাত্রী সংরক্ষণ ব্যবস্থা পরিষেবা বন্ধ থাকবে। অতএব, আপনি টিকিট বুকিং, বাতিল বা সার্চের মতো কোনও পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন না।

কেন এই পরিষেবা বন্ধ হতে চলেছে?

স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে রেল এরকম সিদ্ধান্ত কেন নিল? আসলে, পুরাতন কোর সুইচটি নতুন দিয়ে প্রতিস্থাপনের কারণে, পিআরএস পরিষেবাগুলি সাময়িকভাবে বন্ধ থাকবে। এর জন্য, রেলওয়ে নন-পিক আওয়ার বেছে নিয়েছে যাতে যাত্রীরা যতটা সম্ভব কম ক্ষতিগ্রস্ত হন।

২২ নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৫ টা থেকে ২৩ নভেম্বর, ২০২৫ ভোর ৪:৪৫ টা পর্যন্ত, রেলওয়ে টিকিট বুকিং, বাতিল, বর্তমান রিজার্ভেশন স্ট্যাটাস, চার্ট তৈরি এবং ইন্টারনেট টিকিট বুকিং সব বন্ধ থাকবে। উল্লেখ্য যে পিআরএস সিস্টেম ডেটা দ্রুত এবং সুরক্ষিত রাখতে সহায়তা করে। এর সাহায্যে, সংরক্ষিত এবং অসংরক্ষিত ট্রেনের টিকিট বুকিং সহজ করা হয়।

Leave a Comment