সহেলি মিত্র, কলকাতাঃ মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। একদিকে যখন নিত্য নতুন রুটে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে বা শুরু হওয়ার মুখে রয়েছে, তখন অন্য আরেকটি গুরত্বপূর্ণ লাইনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যে মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি দেখে চোখ কপালে উঠেছে সকলের। আজ কথা হচ্ছে ব্লু লাইন মেট্রো নিয়ে।
ব্লু লাইনে মেট্রো নিয়ে বড় সিদ্ধান্ত
কলকাতা শহরের বাসিন্দা অথচ ব্লু লাইনের মেট্রোতে (Kolkata Metro Blue Line) ওঠেননি সেটা তো হতেই পারে না। এই মেট্রো লাইনটি হল সবথেকে পুরনো বা প্রাচীন বললেও ভুল হবে না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী, এখন কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইন অর্থাৎ ব্লু লাইন সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে, গত দুই এক বছর ধরে কলকাতা মেট্রোর সবথেকে পুরনো এবং সারা ভারতের মধ্যে সবথেকে প্রথম মেট্রো লাইন বিভিন্ন রকম সংস্কারের অভাবে সমস্যা পড়েছে। ফলে অবশেষে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ব্লু লাইন সংস্কারের জন্য টেন্ডার ডেকেছে।
বন্ধ থাকবে মেট্রো পরিষেবা?
বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন অবধি সংস্কারের কাজ করা হবে। সংস্কারের মধ্যেই যেমন আছে গার্ডওয়াল থেকে জল নিঃসরণ আটকানো, তারপর বক্স পাল্টানো, তারপর রেলওয়ে মেট্রো রেলের ট্রাকস এর নিচের যে মেঝে গুলো ফেটে গেছে সেগুলো ভালোভাবে সিমেন্ট করে গ্রাউটিং করে মজবুত করে দেওয়া, আরো সব ছোট মাঝারি আনুষঙ্গিক কাজ করা হবে।
আরও পড়ুনঃ গ্রাহকদের ঝটকা দিয়ে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল দেশের বড় ব্যাঙ্ক!
এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই কাজের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে? কারণ কাজের যা ফিরিস্তি রয়েছে তা শেষ করতে বছর খানেক বা তারও বেশি সময় লাগতে পারে বলে আশঙ্কা। আর যদি কয়েক মাস বা বছরখানে মেট্রো পরিষেবা ব্লু লাইনে বন্ধ রাখা হয় তাহলে সাধারণ মানুষের বিপত্তির শেষ থাকবে না সেটা বলাই বাহুল্য। যাইহোক, এখন দেখার কবে কাজ শুরু হয় এবং কবে শেষ হয়।