দীর্ঘদিন ব্রাত্য জাতীয় দলে, প্রবল হতাশা থেকেই অবসর নিলেন চেতেশ্বর পূজারা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট অধ্যায় শেষ করলেন দীর্ঘদিন জাতীয় দল থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ভারতীয় ব্যাটসম্যানের অবসর নিয়ে ধারণা করেছিলেন অনেকেই। এবার সেই সব ভাবনাতেই সিলমোহর দিয়ে দিলেন 37 বছর বয়সী পূজারা।

জাতীয় দল থেকে বিচ্ছিন্ন দীর্ঘদিন

2023 সালের জুন মাসে শেষবারের মতো টেস্ট খেলেছিলেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান পুজারা। সে বছর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের ম্যাচেই শেষবারের মতো মাঠে নেমে ছিলেন তিনি। এরপর থেকে আর তাঁকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি।

ক্রিকেট ভক্তদের অনেকেরই দাবি, হয়তো দীর্ঘদিন জাতীয় দলে ডাক না পাওয়ার কারণেই প্রবল হতাশা থেকে শেষমেষ অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের একসময়ের গুরুত্বপূর্ণ সৈনিক চেতেশ্বর পূজারা। বলা বাহুল্য, সম্প্রতি, দিলীপ ট্রফি থেকেও বাদ পড়েছিলেন এই ভারতীয় তারকা।

অবশ্যই পড়ুন: মোদীর শরণে ট্রাম্পে হতাশ জেলেন্সকি! ভারতে আসতে পারেন ইউক্রেন প্রেসিডেন্ট

 

পূজারার ক্রিকেট কেরিয়ার

2010 সালে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়, চেতেশ্বর পূজারার। এরপর অবসরের আগে পর্যন্ত মোট 103টি টেস্ট ম্যাচ খেলেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। টেস্টের সেই দীর্ঘ যাত্রায় পূজারার মোট রানের সংখ্যা 7,195। যার মধ্যে রয়েছে 19টি শতরান এবং 35টি অর্ধশতরান।

টেস্ট ছাড়াও ভারতীয় দলের জার্সি গায়ে 5টি ODI ম্যাচ খেলেছেন পূজারা। পাশাপাশি 71টি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ম্যাচেও অংশ নিয়েছিলেন ভারতের এই উজ্জ্বল ক্রিকেটার। তবে বিগত বেশ কয়েকদিন ধরেই ছন্দে ছিলেন না তিনি। মূলত সেই কারণেই সম্প্রতি তাঁকে ঘরোয়া ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল। আর সেই সূত্র ধরেই এবার আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানালেন পূজারা।

Leave a Comment