সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের মধ্যে ঝগড়া, চুলোচুলি তো একদম স্বাভাবিক ব্যাপার। আপনি নিজের চোখে দেখেও থাকবেন নিশ্চয়ই। কিন্তু কখনও দুই কাকের মধ্যে তুমুল ঝগড়া এবং তার জন্য ট্রেনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখেছেন বা এরকম ঘটনা সম্পর্কে কখনও শুনেছেন কিন্তু এবার দেশে এমনই এক ঘটনা ঘটে গিয়েছে যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। দুটি কাকের তুমুল ঝগড়ার জেরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকল যাত্রীবাহী ট্রেন। ঘটনাটি ঘটেছে জানকী এক্সপ্রেসে।
কাকের ঝগড়ার জেরে দাঁড়িয়ে গেল এক্সপ্রেস ট্রেন!
বিহারের বিখ্যাত ট্রেন হল জানকী এক্সপ্রেস। কিন্তু শনিবার এই ট্রেনের যাত্রীদের সঙ্গে এমন এক ঘটনা ঘটে গিয়েছে যে সম্পর্কে হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি বোধহয়। শনিবার সকালে বিহারের মধুবনী জেলার খাজাউলি রেলওয়ে স্টেশনের কাছে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো গেছে। জয়নগর থেকে ছেড়ে আসা জানকী এক্সপ্রেসটি খাজাউলি স্টেশনের বাইরের সিগন্যাল অতিক্রম করার সাথে সাথেই হঠাৎ একটি হাই-ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিঁড়ে ইঞ্জিন এবং বগিতে পড়ে যায়।
আরও পড়ুনঃ বাংলা পেতে চলেছে নতুন রেল রুট! এক সূত্রে গাঁথবে হাওড়া, হুগলি, বাঁকুড়া
এদিকে দুর্ঘটনার সম্ভাবনা টের পেয়ে ট্রেনের লোকো পাইলট সময়মতো জরুরি ব্রেক প্রয়োগ করেন। এর জেরে একটি বড়সড় রেল দুর্ঘটনা এড়াতে সক্ষম হন তিনি। তবে এই তার কীভাবে ছিঁড়ে পড়ে সেটা দেখতে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। এই ঘটনার পর জয়নগর-সাকারি রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই রুটে চলাচলকারী নমো ভারত সহ অনেক গুরুত্বপূর্ণ ট্রেনও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এড়ান গেল বড়সড় দুর্ঘটনা
রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, খাজোলি স্টেশনের কাছে দক্ষিণ বিহারী বাঁধ এলাকায় স্টে এবং ব্র্যাকেট ইনসুলেটরটি ভেঙে যায়, যার ফলে বিদ্যুৎ তারটি সরাসরি রেল ইঞ্জিনের উপর পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার ছিঁড়ে যাওয়ার কারণে শর্ট সার্কিটও হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, কারণ ঘটনাস্থলে দুটি কাককে একদম পুড়ে ছাই হয়ে যাওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। রেলের অনুমান, দুটি কাকের ঝগড়ার জেরে এই ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। এদিকে, জানলে অবাক হবেন, ট্রেনটি প্রায় দুই ঘন্টা ধরে ট্র্যাকের উপর দাঁড়িয়ে ছিল।