দুই দফায় পড়েছে বেশি ভোট, এবার ক্ষমতায় NDA না মহাজোট? দেখুন বিহারের এক্সিট পোল

Bihar Exit Polls 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ (Bihar Exit Polls 2025) অনুষ্ঠিত হল। এর ফলে রাজ্য রাজনীতিতে হওয়া গরম। এবার ১২২টি আসনে মোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৩০২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এমনকি এর মধ্যে নিতীশ কুমার সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছে। তবে কী বলছে সামগ্রিক ফলাফল?

জানা যাচ্ছে, এবারের ধাপে নেপালের সীমান্তবর্তী জেলাগুলি যেমন পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, সীতামারহি, মধুবনী, সুপৌল, আরারিয়া এবং কিষাণগঞ্জ অন্তর্ভুক্ত ছিল। আর ৬ নভেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপে মোট ১৮টি জেলার ১২১টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। সেখানে ভোট দানের হার ছিল মোটামুটি ৬৫.০৮%। তবে রাজ্যের মোট ভোটারের হার এখনও পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষণা করেনি।

মিথিলাঞ্চলের ফলাফল কী বলছে?

ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার ভোট পরবর্তী জরিপগুলি সামনে এসেছে। রিপোর্ট বলছে, মিথিলাঞ্চলে মোট ৭১টি আসন রয়েছে। সেখানে এনডিএ ৫০ থেকে ৫৫টি আসন পেতে পারে। অন্যদিকে মহাজোট সংগঠন ১৮ থেকে ২৩টি আসন পাবে বলেই আশঙ্কা। তবে অন্যান্যদের এই অঞ্চলে মাত্র ১টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এক্সিট পোলের ফলাফল

ম্যাট্রিজের করা এক্সিট পোল অনুযায়ী-

  • এনডিএ আসন পেতে পারে ১৪৭ থেকে ১৬৭টি,
  • মহাজোট আসন পেতে পারে ৭০ থেকে ৯০টি,
  • জেএসপি এবং অন্যানদের ৫ থেকে ১০টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।

দৈনিক ভাস্করের করা এক্সিট পোল অনুযায়ী-

  • এনডিএ আসন পেতে পারে ১৪৫ থেকে ১৬০টি,
  • মহাজোট আসন পেতে পারে ৭৩ থেকে ৯১টি,
  • জেএসপি এবং অন্যানদের ৫ থেকে ১০টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।

জি নিউজের করা এক্সিট পোল অনুযায়ী-

  • এনডিএ আসন পেতে পারে ১৮৪ থেকে ২০৯টি,
  • মহাজোট আসন পেতে পারে ৩২ থেকে ৪৯টি,
  • জেএসপি এবং অন্যানদের ০ থেকে ৫টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।

পিপল পালসের করা এক্সিট পোল অনুযায়ী-

  • এনডিএ আসন পেতে পারে ১৩৩ থেকে ১৫৯টি,
  • মহাজোট আসন পেতে পারে ৭৫ থেকে ১০১টি,
  • জেএসপি এবং অন্যানদের ০ থেকে ৫টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।

আরও পড়ুনঃ মিলেছিল ৮ বাচ্চার কঙ্কাল, ধর্ষণ-খুনের অভিযোগ! ১৮ বছর পর জেলমুক্ত সুরেন্দ্র কোলি

তবে হ্যাঁ, এখনও পর্যন্ত বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। আগামী ১৪ নভেম্বর ঘোষিত হবে চূড়ান্ত ফলাফল। সেই পর্যন্তই আপাতত অপেক্ষা করতে হবে।

Leave a Comment