দুই সপ্তাহের মধ্যেই মিলবে কাস্ট সার্টিফিকেট! কোথায়, কীভাবে আবেদন করবেন জানুন

Cast Certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরির ক্ষেত্রে বলুন বা যে কোনও সরকারি প্রকল্পের সাহায্য, জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটের (Cast Certificate) গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এ নিয়ে অনেকে চিন্তিত থাকে যে কীভাবে এই সার্টিফিকেট বার করবে এবং কোথা থেকে বার করতে হবে। পাশাপাশি জাতিগত শংসাপত্র বের করার জন্য অনেক দিনই সময় লেগে যায়। কিন্তু এবার জানা গেল, মাত্র দুই সপ্তাহের মধ্যেই হাতে আসতে পারে এই সার্টিফিকেট। নিশ্চয়ই ভাবছেন কীভাবে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

দুই সপ্তাহের মধ্যেই জাতিগত শংসাপত্র

আসলে এই জাতিগত শংসাপত্র মহকুমা শাসকের দফতর নাকি জেলা শাসকের দফতর থেকে সংগ্রহ করতে হবে সে বিষয়ে অনেকের ভিতরেই ধাঁধা থাকে। সেই সংক্রান্ত বিভ্রান্তি দূর করল এবার আলিপুরদুয়ার মহকুমা শাসক দফতর। হ্যাঁ, সম্প্রতি মহকুমা শাসকের তরফ থেকে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, মহকুমা শাসকের দফতর থেকেই জাতিগত শংসাপত্র দেওয়া হবে। কিন্তু তার আগে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে। কী সেই নিয়ম?

আসলে আলিপুর মহকুমা শাসক দেবব্রত রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে এ বিষয়ে সম্প্রতি সচেতন করেছেন। তিনি বলেছেন, চাকরির পরীক্ষা বা স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য জাতিগত সার্টিফিকেট দরকার পরে। এর জন্য সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হয়। তবে এই সার্টিফিকেট নেওয়ার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আর রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইট থেকেই এই সার্টিফিকেটে আবেদনের জন্য অনলাইন ফর্ম মেলে। তারপর অনলাইনে আবেদন করে তার হার্ড কপি এবং পরিবারের অভিভাবকের বাৎসরিক আয়ের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড নিয়ে নির্দিষ্ট দিনে আলিপুরদুয়ার মহাকুমা শাসকের দফতরে আসতে হবে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি দিয়ে দরপতন সোনা, রুপোর! আজকের রেট

উল্লেখ করার বিষয়, সপ্তাহের সোমবার, বুধবার এবং শুক্রবার মহকুমা শাসক দফতরে দিনের প্রথমার্ধে ওবিসি সার্টিফিকেটের জন্য হিয়ারিং হয়। আর সেই দিনের দ্বিতীয়ার্ধে এসসি ও এসটি সার্টিফিকেটের জন্য হিয়ারিং হয়। অর্থাৎ, আপনি যদি এসসি, এসটি কিংবা ওবিসি হন, তাহলে সোম, বুধ বা শুক্রবার দেখে অনলাইনে আবেদন করে নির্দিষ্ট ডকুমেন্টগুলি নিয়ে আলিপুরদুয়ার মহাকুমা শাসকের দফতরে উপস্থিত থাকতে হবে। আর সবথেকে বড় ব্যাপার, হিয়ারিং-এর পর মাত্র দু’সপ্তাহের মধ্যেই এই সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment