বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের ময়দানে জয়ের থেকে ভারতের বিরুদ্ধে পরাজয়ের রেকর্ডটাই বেশি পাকিস্তানের। কিন্তু সেই ব্যর্থতা হয়তো আবেগের বশে ভুলে গিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফ! তাই হয়তো আসন্ন ক্রিকেটের এশিয়া কাপের আগেই ভারতকে হুমকি দিয়ে রাখলেন পাক পেসার। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে, তাঁকে ভারতকে দুবার হারানোর হুমকি দিতে দেখা গিয়েছে!
ভাইরাল ভিডিওতে পাক পেসারের হুমকি
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে মাঠে দাঁড়িয়ে ঘাম মুছতে দেখা গিয়েছে পাকিস্তানি পেসার হ্যারিস রউফকে। ওই ভিডিওটিতেই শোনা যায়, ক্যামেরার পেছনে থাকা এক ব্যক্তি পাকিস্তানি ক্রিকেটারকে প্রশ্ন করছেন, ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচ রয়েছে। কী হবে? এমন প্রশ্ন শুনেই পাক বোলার উত্তরে বলেন, ইনশাল্লাহ, আমরা দুটোতেই জিতব।
এশিয়া কাপের আগে পাক পেসারের এমন মন্তব্য কিছুটা হুমকির ছলেই নিচ্ছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। তাঁরাও ভিডিওটির কমেন্ট বক্সে পুরনো কথা স্মরণ করিয়ে লিখেছেন, আগে UAE এর বিরুদ্ধে তো জিতে দেখাও।
Haris Rauf on Pakistan vs India. 🇵🇰🔥 pic.twitter.com/1nywqFxGou
— Sheri. (@CallMeSheri1_) August 24, 2025
অবশ্যই পড়ুন: ‘এমন সংস্থার সাথে আর চুক্তি নয়’, Dream11 এর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করল BCCI
উল্লেখ্য, 2023 সালের ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানকে 228 রানের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচেই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন বিরাট কোহলি। শতরান করেছিলেন তিনি। বলা বাহুল্য, এদিন ওই ম্যাচের অংশ ছিলেন পাক তারকা রউফ। তবে তিনি যে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে শুধুই পেটানি খেয়েছেন সে কথাই মনে করিয়ে দিয়ে ভারতীয় সমর্থকরা জানতে চাইছেন, এইসব ইতিহাস কি ভুলে গিয়েছে পাকিস্তান?