দু’দিন শিয়ালদা লাইনে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন, রইল তালিকা

sealdah train cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ ফের শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিলের (Sealdah Train Cancelled) ঘোষণা করল রেল। জানা গিয়েছে, মূলত শিয়ালদহ বিভাগে মেরামত কাজের কারণে, সপ্তাহজুড়ে অনেক ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া তালিকায় বহু গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে যেগুলি বাতিলের জেরে সমস্যায় পড়বেন বহু মানুষ। এখন নিশ্চয়ই ভাবছেন কেন এবং কবে কবে লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে? চলুন জেনে নেবেন বিশদে।

শিয়ালদা ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন

মঙ্গলবার রেলের তরফে করা ঘোষণা অনুযায়ী, ১৯ এবং ২০ নভেম্বর ট্রেন পরিষেবা ৩ ঘন্টা ৪৫ মিনিটের জন্য বাতিল থাকবে। শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মধ্যে লাইন ৫-এর ১ নম্বর ব্রিজটি বন্ধ রাখা হচ্ছে। কয়েকদিন আগে, সিগন্যাল, ট্র্যাফিক এবং বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। যাইহোক, চলুন এক নজরে জেনে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল থাকবে দুদিন?

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

৩২২৪৯ শিয়ালদহ-ডানকুনি লোকাল

৩২২৫২ ডানকুনি – শিয়ালদহ লোকাল

৩১৪৪৭ শিয়ালদহ-নৈহাটি লোকাল

৩১৪৫০ নৈহাটি-শিয়ালদহ লোকাল

বুধবার, ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার, ৩১৫১১ শিয়ালদহ-শান্তিপুর লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে। এছাড়াও, এই কাজের জন্য ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহে ৯০ মিনিট দেরিতে চলবে। এর পাশাপাশি বৃহস্পতিবার, ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদহ স্টেশন থেকে বিকাল ৩:৪৫ টার পরিবর্তে বিকাল ৪:১৫ টায় ছাড়বে।

হাওড়া ডিভিশনেও বাতিল বহু ট্রেন

এদিকে শিয়ালদার পাশাপাশি হাওড়া ডিভিশনেও বেশ কিছু ট্রেন বাতিল করেছে রেল। জানা গিয়েছে, পাকুড় ইয়ার্ড পুনর্গঠন সংক্রান্ত কাজের পরিপ্রেক্ষিতে হাওড়া ডিভিশনের খানা-গুমানী শাখায় পাকুড় স্টেশনে আগামী ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর অর্থাৎ টানা ৩ দিনের প্রি নন ইন্টারলকিং এবং ৩০ নভেম্বর ৮ ঘণ্টার জন্য নন ইন্টারলকিং কাজ করা হবে। এর ফলে বর্ধমান থেকে ট্রেন নম্বর ৬৩০৬৩, বর্ধমান তিন পাহাড় মেমু ট্রেন বাতিল থাকবে। এর পাশাপাশি তিন পাহাড় থেকে ৬৩০৬৪ তিন পাহাড় বর্ধমান মেমু ট্রেন বাতিল থাকবে।

 

Leave a Comment