দুপুরের পর দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, বড় আপডেট হাওয়া অফিসের

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টিমুখর পরিস্থিতি (West Bengal Weather Update) রাজ্য জুড়ে। একটি নিম্নচাপ দুর্বল হতে না হতেই আরও একটি নিম্নচাপের দাপট বাড়ছে গাঙ্গেয় বঙ্গে। আর এই আবহে আগামী সোমবার তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখাও। যার ফে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তবে এখনই কমবে না ভ্যাপসা আবহাওয়া জনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ আজ দুপুরের পর আগামী ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে যার ফলে পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। তবে আজ অর্থাৎ শনিবার বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে আগামীকাল অর্থাৎ রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে।

আরও পড়ুন: অনুপ্রবেশকারীদের রুখতে বড় সিদ্ধান্ত সরকারের! আধার নিয়মে আসতে চলেছে বড় বদল

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

উত্তরবঙ্গে আজ অর্থাৎ শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরের ৫ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে তুমুল ঝড়। জানা গিয়েছে আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার বেশির ভাগ এলাকায়।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Leave a Comment