বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুবাইয়ে প্রদর্শনী চলাকালীন আচমকা ভেঙে পড়ল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস (Tejas Crash In Dubai)। NDTV র রিপোর্ট অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর 2টো বেজে 10 মিনিট নাগাদ এই অপ্রত্যাশিত দুর্ঘটনাটি ঘটে। এয়ার শো এর প্রদর্শনীর মাঝে উপস্থিত জনতার সামনে উড়াল দিচ্ছিল ভারতীয় যুদ্ধবিমানটি। ঠিক সেই সময়ে আচমকা মাটিতে আছড়ে পড়ায় মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। তাতে কালো ধোয়ার চাদরে ঢেকে যায় চারপাশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে বিমানের চালকের।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যুদ্ধবিমান তেজস হঠাৎ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দুবাইয়ের প্রদর্শনী চলাকালীন মাটিতে ভেঙে পড়ায় তাজ্জব বনে গিয়েছেন অনেকেই। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের হাত ধরে তৈরি এই যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর সেই দুর্ঘটনা প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনায় পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশের বিমানবাহিনী। এক বিবৃতিতে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, ঠিক কোন কারণে বিমানটি মাটিতে আছড়ে পড়ল তার সুস্পষ্ট কারণ জানা যায়নি। তবে সেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার আগে ওই বিমান ছেড়ে পাইলট বেরোতে পারেননি বলেই শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তাঁকে। এদিকে প্রদর্শনী চলাকালীন ভারতের তৈরি যুদ্ধবিমানটির হঠাৎ মাটিতে আছড়ে পড়া এদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিছুটা হলেও লজ্জার বলেই মনে করছেন অনেকে… যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক। বলাই বাহুল্য, শেষবারের মতো গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেরে একইভাবে ভেঙে পড়েছিল ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস।
IAF LCA Tejas fighter jet crashes In dubai
by
u/Relative_Level_7436 in
aviation
অবশ্যই পড়ুন: বাড়তে চলেছে অবসরপ্রাপ্তদের পেনশন! বড় বদলের পথে EPFO
তেজস সম্পর্কে কিছু কথা
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের হাতে ধরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় যুদ্ধবিমান তেজস যুদ্ধক্ষেত্রে ভারতীয় বায়ুসেনার কাছে অন্যতম ভরসাযোগ্য একটি নাম। না বললেই নয়, এই ভারতীয় যুদ্ধবিমান একটি একক ইঞ্জিনযুক্ত। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান বহু কার্যক্ষমতাসম্পন্ন। অনেকেই জানেন, তেজসের আধুনিক সংস্করণ তেজস মার্ক 1A। এই যুদ্ধবিমানটিও তৈরি করেছে হ্যাল। যা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুই ক্ষেত্র থেকেই শত্রুর উপর হামলা চালাতে পারে।