দুয়ারে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপের ভ্রূকুটি। তাও আবার দুটি। অন্যদিকে একাধিক ঘূর্ণাবর্ত তো রয়েইছেই। সেইসঙ্গে গোঁদের ওপর বিষফোঁড়া মৌসুমী অক্ষরেখা। এই ত্রিফলার জেরে আজ রবিবার ছুটির দিনে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। টানা বুধবার অবধি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে বলে আভাস দিয়েছে মৌসম ভবন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ছুটির দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়।

আগামীকালের আবহাওয়া

সোমবার ঠেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েচে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তাও কিনা বিক্ষিপ্তভাবে। ১১ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment