দু’য়ের বেশি বলি নয়! বোল্লা কালী মন্দির নিয়ে বড় নির্দেশ হাই কোর্টের

Calcutta High Court

প্রীতি পোদ্দার, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মন্দিরের বলি নিয়ে একের পর এক আইনি জটিলতা তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টের পাশাপাশি হাইকোর্টেও পশু বলি বন্ধ করতে পশু প্রেমীরা যেন উঠে পড়ে লেগেছে। শেষ পর্যন্ত এই মন্দিরের পুজোয় প্রকাশ্যে পশুবলি নিয়ে বিধিনিষেধ জারি করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বলি বন্ধ করতে প্রশাসনকে জনসচেতনতা মূলক প্রচার করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

বলি নিয়ে চর্চা বোল্লা কালী মন্দিরে

উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মন্দিরের পুজো বেশ জনপ্রিয় ভক্তদের কাছে। এখানে মানতের নামে হাজার হাজার পশুবলি দেওয়া হয়। কেন্দ্রীয় গোয়েন্দারা রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে শুধু এই দেশের বাসিন্দারাই নয়, সীমান্ত এলাকা পেরিয়ে বাংলাদেশ থেকেও বোল্লা কালীর ভক্তরা বালুরঘাট থানা এলাকায় এসে এই পুজোয় অংশ নেন। তাই এই পশু নিধন ঠেকাতে প্রায় এক দশক আগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শুধু হাইকোর্ট নয় এর পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়। যদিও শীর্ষ আদালত নির্বিচারে পশু নিধন ঠেকাতে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও ধর্মীয় বিশ্বাসের যুক্তিতে বলি যাতে একেবারে বন্ধ না হয়, তা নিশ্চিত করতে নতুন নতুন আবেদন করা হয় হাইকোর্টে।

ছাগল বলি নিয়ে একের পর এক বিতর্ক

গত বছরও মন্দিরে পশু বলি বন্ধের দাবিতে একটি পশুপ্রেমী সংস্থা জনস্বার্থ মামলা দায়ের করে কিন্তু সেই মামলা একপ্রকার নিস্তেজ হয়ে পড়েছিল। তাই পুনরায় মামলার জন্য আবেদন করা হয়। তাতে দাবি করা হয়, প্রতি বছর রাস পূর্ণিমার পর থেকে মন্দিরে প্রায় দশ হাজার ছাগল বলি দেওয়া হয়। অভিযোগ করা হয়, এই প্রথা সংবিধানের ২৫ অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত নয় এবং এটি নিষিদ্ধ করা প্রয়োজন। আরও দাবি, পশু বলি ধর্মীয় চর্চা হিসেবে গ্রহণযোগ্য হতে হলে তা প্রয়োজনীয় ধর্মীয় প্রথার মধ্যে পড়তে হবে। কিন্তু মন্দির কর্তৃপক্ষের যুক্তি, পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ধারা ২৮-এর অধীনে ধর্মীয় উদ্দেশ্যে পশু বলি অনুমোদিত। শেষ পর্যন্ত বোল্লা কালী মন্দিরের পুজোয় প্রকাশ্যে পশুবলি নিয়ে বিধিনিষেধ জারি করল কলকাতা হাইকোর্ট।

বলি প্রসঙ্গে আদালতের বড় নির্দেশ

হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এদিন বোল্লা কালী মন্দিরের পশুবলির মামলা ওঠে। সবকিছু বিচার করে এদিন আদালতের তরফে জানানো হয়েছে যে কোনও মতেই যেন দুটির বেশি বলি যেন না হয়। এবং সাধারণ ভক্তরা মায়ের মন্দিরে মানত রেখে যে বলি দেন, তা যেন কোনও ভাবেই প্রকাশ্যে না হয়, তা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট একটি ঘেরা জায়গায় সেই বলির আয়োজন করতে হবে। যা কোনও ভাবেই জনসমক্ষে হবে না। এছাড়াও আদালতের স্পষ্ট বার্তা, ধর্মীয় বিশ্বাসের নামে পশুবলিকে সমর্থন করে না বিচার বিভাগ। তাই ভবিষ্যতেও এই বলি বন্ধে পুজোর উদ্যোক্তা, প্রশাসন এবং স্থানীয়দেরকেই এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: পুরুলিয়ায় গেরুয়া ঝড়! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ১০০০ মহিলার

দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মন্দিরের পশু বলি নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ প্রসঙ্গে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার জেলা আধিকারিক ব্রতীন চক্রবর্তী বলেন, ‘আদালত যা নির্দেশ দিয়েছে, আশা করছি মন্দির কর্তৃপক্ষ তা মানবেন।’ অন্যদিকে এই নির্দেশ নিয়ে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে সম্পাদক রাজীব কর্মকার বলেন, ‘আদালত কী রায় দিয়েছে আমার জানা নেই। সবটা জানার পরে মন্তব্য করব।’

Leave a Comment