সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে সকলের। বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে অন্যান্য অফিসের কর্মীরা পুজোর বেতন থেকে শুরু করে ডিএ, বোনাসের অপেক্ষা করছেন। তবে এসবের মাঝে বেশ কিছু কর্মীর একপ্রকার লটারি লাগল। দুর্গাপুজোর প্রাক্কালে গ্রাফাইট কারখানার কর্মীদের বেতন (Salary Hike) এক লাফে বেশ খানিকটা বাড়ল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
পুজোর মুখে বেতন বাড়ল গ্রাফাইট কারখানার কর্মীদের
স্থানীয় সংবাদ সূত্র অনুযায়ী, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সগরভাঙার বেসরকারি গ্রাফাইট কারখানার স্থায়ী শ্রমিকদের বেতন বেড়েছে। তাও কিনা দু-পাঁচ হাজার নয়। একলাফে সাড়ে ১০ হাজার টাকা অবধি বেতন বেড়েছে স্থায়ী শ্রমিকদের। স্বাভাবিকভাবেই পুজোর মুখে এতটা পরিমাণে বেতন বৃদ্ধিতে খুশির হাওয়া বইছে সকলের মধ্যে।
তবে এই বৃদ্ধি এতটাও কিন্তু সহজ ছিল না। দীর্ঘ আলোচনা এবং বেশ কয়েকটি দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিত আলোচনার পর একটি বিশেষ ধরণের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর এই বেতন বৃদ্ধি করা হয় শ্রমিকদের।
বিশেষ চুক্তি স্বাক্ষর
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কলকাতায় শ্রম দফতরে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রম কমিশনার ইখলাক ইসলাম, স্পেশাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনার মনোজ সাহা এবং গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড শ্রমিক সংঘের ইউনিয়ন পদাধিকারী সদস্যরা, কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ দীক্ষিত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রণদীপ চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুনঃ কে হবেন আগামী উপরাষ্ট্রপতি? বিজেপির নজরে ৯ জনের নাম, দেখে নিন তালিকা
এই চুক্তিতে বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা বৃদ্ধি, চিকিৎসা খরচের টাকা বাড়ানো হয়েছে। মোট ৫৮২ জন কর্মী এই চুক্তির মাধ্যমে উপকৃত হবেন। এদিন ৪টি চুক্তি করা হয়েছে। জানা গিয়েছে, শ্রমিকদের মূল বেতনের ৩২ শতাংশ বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ থেকে বাড়িতে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। চিকিৎসা ভাতা বছরে ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করা হয়েছে।
শুধু তাই নয়, শ্রমিকদের চিকিৎসা বীমা ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে। প্রডাকশন ইনসেনটিভ বৃদ্ধি সহ আরও কিছু সুবিধা বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে মাসে শ্রমিকদের সাড়ে ১০ হাজার টাকা বেতন বৃদ্ধি হল বলে জানা গিয়েছে।