বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাতাসে শিউলির গন্ধ। মা এলো বলে। ঠিক সেই আবহে, প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলো মহম্মদ ইউনূসের বাংলাদেশে। মঙ্গলবার, বাংলাদেশের ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে দুর্গাপুজো উপলক্ষ্যে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। যদিও গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (Viral Video)।
অভিযুক্তকে আটক করেছে পুলিশ
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল ফুলহরি হরিতলা সর্বজনীন পুজো মন্দিরের ভেতরে ঢুকে মাটির প্রতিমা ভাঙচুর করেন এক ব্যক্তি। ওই প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের নাম মনজের আলি। মূলত সিসিটিভি ফুটেজ দেখেই তাঁকে সনাক্ত করেন স্থানীয়রা। আর তারপর ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মনজের আলি নামক ওই অভিযুক্ত ব্যক্তি আসলে মানসিক প্রতিবন্ধী। মাথা ঠিক না থাকায় মাটির তৈরি প্রতিমা ভাংচুর করেছিলেন তিনি। যা একেবারে স্পষ্ট ভাবে ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এদিকে ওপার বাংলার হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন ব্যক্তির দাবি, সংখ্যালঘুদের উপর খুব থেকেই দুর্গাপুজো উপলক্ষ্যে তৈরি প্রতিমা ভাঙা হয়েছে। এমন ঘটনা বাংলাদেশে নতুন নয়!
অবশ্যই পড়ুন: ভারতকে চিন, রাশিয়ার সাথে একই ক্যাটাগরিতে রাখা যাবে না! বড় কথা বলে দিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
ভাইরাল সিসিটিভি ফুটেজ
বাংলাদেশে মাটির প্রতিমা ভাঙচুরের সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ফুটেজটিতে দেখা যায়, মঙ্গলবার রাতে এলাকার স্থানীয় ব্যক্তি মনজের আলি মন্দিরে ঢোকেন। খালি গা এবং তাঁর পরনে ছিল লুঙ্গি। ভিডিওটি দেখায়, মন্দিরে ঢুকতেই হিন্দু দেবদেবীর প্রতিমার মাথাগুলো ভেঙে সরিয়ে দিচ্ছেন তিনি। পরবর্তীতে সেগুলি জলেও চোবানো হয়।
উল্লেখ্য, এ প্রসঙ্গে, মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার ভোররাত চারটে পর্যন্ত আমাদের লোকজন মন্দিরের পাহারায় ছিল। তারা চলে গেলে চুপি চুপি মন্দিরে ঢুকে এই কুকীর্তি ঘটিয়েছেন মনজের আলি। তাঁর দাবি, ওই ব্যক্তি অসুর, কার্তিক, সরস্বতী সহ 6টি বিগ্রহের মাথা ভেঙে দিয়েছেন। সকাল 9টা নাগাদ আমরা খবর পাই যে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাং/চু/র, গ্রেপ্তার ১ | Nagorik TV
ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাং/চু/র, গ্রেপ্তার ১ | Nagorik TV
Posted by Nagorik TV on Tuesday, September 23, 2025