দুর্গাপুরের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে মৃত্যু ১ কর্মীর, আহত আরও ২

Durgapur

সৌভিক মুখার্জী, কলকাতা: রবিবার রাতে দুর্গাপুরে (Durgapur) নেমে এল এক বিভীষিকাময় মুহূর্ত। হ্যাঁ, রাতের শিফটে কাজের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল এক কর্মীর। জানা যাচ্ছে, পশ্চিম বর্ধমানের কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের এক বেসরকারি পাইপ তৈরীর কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে। 

স্থানীয় সুত্র মারফৎ খবর, বিশাল এক ক্রেনের ম্যাগনেট ছিড়ে পড়েছে এক শ্রমিকের মাথায়। আর ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার বাসিন্দা সায়ন যাদব নামের ওই শ্রমিক। ঘটনা সূত্রে জানা গিয়েছে, তার বয়স 25। এমনকি আশঙ্কাজনক অবস্থায় আরো দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি হয়েছে।

ভয়ঙ্কর দুর্ঘটনা কারখানায়

চোখের সামনেই সহকর্মীর এরকম মৃত্যু দেখে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও চাঞ্চল্য। রবিবার রাতের শিফটে কাজ করার সময় হঠাৎ করেই একটি ক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে বিশাল ম্যাগনেট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই সায়নের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। 

প্রাণ বাঁচানোর কোনো প্রশ্নই ওঠেনি। ওপর দিকে আরও দুই শ্রমিককে গুরুতর জখম অবস্থায় দ্রুত বিধাননগর ও শোভাপুরের বেসরকারি সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, দুর্ঘটনার পর পুলিশ সায়নের দেহকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনার পর সোমবার সকালেই কারখানার গেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহকর্মীরের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নামেন। এক ঠিকা শ্রমিক মহম্মদ ওসামা বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতো না থাকার কারণেই এরকম দুর্ঘটনা হচ্ছে। আমরা আতঙ্কে আতঙ্কে এখানে কাজ করি। কারখানায় কোনো চিকিৎসক, অ্যাম্বুলেন্স কিচ্ছু নেই। রাতেই দুর্ঘটনা ঘটেছে। অথচ সকাল পর্যন্ত কর্তৃপক্ষের কোনো দেখা। মেলেনি ঠিকা শ্রমিকদের পরিচয়পত্র নেই, নিরাপত্তা ব্যবস্থাও নেই। আমরা আর চুপ থাকব না।

আরও পড়ুনঃ বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামেও রয়েছে রেল স্টেশন, তবে বাংলায় নয়! কোথায়? জানুন ইতিহাস

তবে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন আইএনটিটিইউসি নেতৃত্বরা। কোর কমিটির সদস্য রাজেশ কোনার জানিয়েছেন যে, আমরা কারখানার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে এসেছি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত যদি না হয়, তাহলে বড়সড় আন্দোলনের পথে হাঁটব।

Leave a Comment