দুর্গাপুরের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে বড়সড় দুর্ঘটনা! খনিতে জল ঢুকে মৃত্যু এক শ্রমিকের

ECL Colliery In Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: খনি গর্ভে জলের তীব্র স্রোতে প্রাণ হয়রানি শ্রমিকদের! দুর্গাপুরের ইসিএলের কোলিয়ারিতে বড়সড় দুর্ঘটনা ঘটল কাকভোরে! জানা গিয়েছে আজ অর্থাৎ বুধবার কাজ চলাকালীন খনিগর্ভে জল ঢুকে মৃত্যু হয় এক শ্রমিকের। শুধু তাই নয় জলের তোড়ে আরও চারজন শ্রমিক নিখোঁজ হয়ে গিয়েছিলেন। যদিও পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর এলাকায়।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার ভোরে দুর্গাপুরের ইসিএলের বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে কাজে নেমেছিলেন শ্রমিকরা। কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে হঠাৎ করেই ঘটে ভয়ংকর দুর্ঘটনা। দেওয়ালে গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে থাকে। এদিকে কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় একটি বেসরকারি সংস্থার ৯ জন কর্মী কাজ করছিলেন। সেই বিপুল পরিমাণ জলের তোড়ে প্রাণপণ বেরিয়ে আসার চেষ্টা করলেও ভেসে যান পাঁচ কর্মী। এই ঘটনায় দ্রুত খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে।

উঠে এসেছে কর্তৃপক্ষের গাফিলতি প্রশ্ন

শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ভেসে যাওয়া কর্মীদের রক্ষা করার জন্য দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর অবশেষে চার জন শ্রমিককে উদ্ধার করা হয়। কিন্তু খুঁজে পাওয়া যায়নি একজনকে। শেষপর্যন্ত খনির ভিতর থেকেই উদ্ধার হয় বিবেককুমার মাঝির মৃতদেহ। এদিকে উদ্ধার হওয়া শ্রমিকদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সমাজমাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কোলিয়ারি আধিকারিক, সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা সেখানে পৌঁছন। শ্রমিকের মৃত্যুর ঘটনায় সম্পূর্ণ গাফিলতি কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দেয় শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের দাবি দিনের পর ঝুঁকিপূর্ণ এই কাজে জীবনের নিরাপত্তা নিয়ে কোনরকম গ্যারান্টি দেয় না সংস্থা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: করতে হবে আত্মসমর্পণ! নিয়োগ কাণ্ডে মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন রাজ্যপালের

এদিন এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুরের তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসির সৌমিক মজুমদার, সিটুর মনোজ মুখোপাধ্যায়রা বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, “এই দুর্ঘটনার দায় সম্পূর্ণ কর্তৃপক্ষের। বিগত কয়েক মাস ধরেই খনিগর্ভে শ্রমিকদের নিরাপত্তার গাফিলতি নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। কিন্তু কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ, তাই এবার এই ঘটনার দায় কর্তৃপক্ষ কিছুতেই এড়াতে পারে না।” তবে এখনো পর্যন্ত সংস্থার কর্তৃপক্ষের তরফে কোনরকম প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Comment