দুর্গাপুরে ভয়াবহ ডাকাতির ছক বানচাল! কাঁকসায় পুলিশের তৎপরতায় গ্রেফতার ৬ ডাকাত

durgapur kanksa dacoit

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুরে ভয়াবহ ডাকাতির আগে বিরাট সাফল্য পেল পুলিশ। আগাম খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করে দিল কাঁকসা (Kanksa) থানার পুলিশ। সেইসঙ্গে বৃহস্পতিবার ৬ ডাকাতকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ডাকাতির ছক বানচাল করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে কাঁকসার বামনআরা শিল্প তালুকের জঙ্গলে একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এরপর খবর পেয়ে সেখানে আচমকাই হানা দেয় পুলিশের দল আর বানচাল করে দেওয়া হয় ডাকাতির ছক। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু দড়ি এবং কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ উৎসবের মরসুমে কলকাতা টু এনজেপি স্পেশাল ট্রেন, সময়সুচি ঘোষণা করল পূর্ব রেল

পুলিশের অনুমান, এই ডাকাত দলের সঙ্গে আরও কিছু জন যুক্ত রয়েছে। ঘটনার দিন পুলিশকে দেখে তাঁরা পালিয়ে যায়। এহেন পরিস্থিতিতে ধৃতদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা বা অতীতে কোনও ডাকাতির ঘটনার সঙ্গে তাঁরা যুক্ত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ বলে খবর।

তদন্ত শুরু পুলিশের

মূলত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাতদের কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করে ফেলে সময়ের মধ্যে। এরপর বৃহস্পতিবার ১টা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে তাঁদের পেশ করা হয় বলে খবর। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে ‘গুণধর’ ডাকাতদের ভিডিও। ধৃত ৬ জন পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বাসিন্দা। গ্রেফতার হওয়া ডাকাতদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment