প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে ফের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা আসতে চলেছেন মর্ত্যে। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। বহু জায়গা প্যান্ডেলের বাঁশ পড়ে গিয়েছে। কারণ খুব বেশি দিন যে আর বাকি নেই। তার উপর সামনেই মহালয়া, আর মহালয়া মানেই ভোর বেলা রেডিও চালিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দ্দিনী শোনা। যা না শুনে বাঙালির পুজো শুরু হয় না।
তবে এখন মহিষাসুরমর্দ্দিনী শুধু রেডিয়োতেই আবদ্ধ নেই। টেলিভিশনের নানা চ্যানেলেও এই অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে দর্শকরা তাঁদের প্রিয় নায়িকাদের দেবী দুর্গার বেশে দেখতে পান। তাইতো প্রতি বছরই কোন চ্যানেলে কোন নায়িকাকে কোন দেবীরূপে তুলে ধরবেন তা জানতে দর্শকদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়। আর এবারও তাঁর ব্যতিক্রম নয়। তবে এবার নাকি দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে! সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
দেবী দুর্গা রূপে শ্বেতা!
সম্প্রতি ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এর একটি ভিডিও সূত্রে জানা গিয়েছে, এবার ‘টেলি দুর্গা প্রোডাকশনস’-এ মহিষাসুরমর্দ্দিনী অনুষ্ঠানে দুর্গারূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। বরাবরই এই প্রোডাকশনস টেলিভিশনের নানা শিল্পীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক কাজ করে আসছে। ২০২১ সালে প্রথম আয়োজন করা হয় ‘আগমনী আড্ডা’।
সেই অনুষ্ঠানে অংশ নেন সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল দে, মালবিকা সেনের মতো শিল্পীরা। ২০২৩ এ আগমনী আড্ডা আয়োজিত হয়েছিল সোনামণি সাহা, দিব্যজ্যোতি দত্ত, সুদীপ মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের নিয়ে।
নয়া চমক টেলি দুর্গা প্রোডাকশনের!
এরপর গতবছর অর্থাৎ ২০২৪-এ ‘টেলি দুর্গা প্রোডাকশনস’ নিয়ে আসে তাদের প্রথম পুরাণভিত্তিক প্রজেক্ট ‘মহিষাসুরমর্দ্দিনী’। সেই অনুষ্ঠানে দুর্গারূপে দেখা গিয়েছিল অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। আর এবার সেই চরিত্রে মুখ বদল হতে চলেছে। দুর্গারূপে এই অনুষ্ঠান আলোকিত করতে আসছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দেবীর বিভিন্নরূপে তাঁকে এখানে দেখানো হবে। এছাড়াও সেই অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকবে একাধিক চমক। কিন্তু সেই চমক নিয়ে এখনই কিছু ফাঁস করতে নারাজ সংস্থা। এমনকি ‘জয় জয় হে মহিষাসুরমর্দিনী’ কোন চ্যানেলে দেখা যাবে, তা নিয়েও স্পষ্ট কোনও ধারণা নেই।
আরও পড়ুন: বলিউডের নয়া সুপারস্টার!! প্রথম ছবিতেই ২৫ বছরের রেকর্ড ভেঙে দিলেন স্টারকিড অহন
এর আগেও জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে বহু বার টেলিভিশনের পর্দায় দেবী দুর্গার নানা রূপে দেখেছেন দর্শকরা। তাঁর সেই অভিনয় এতটাই দর্শকদের মন জুগিয়েছে যে এই খবরে সকলে বেশ খুশি। একের পর এক ধারাবাহিকে লিড রোলে ব্যাপক সাড়া ফেলে আসছেন তিনি।
বর্তমানে জি বাংলার জনপ্রিয় মেগা কোন গোপনে মন ভেসেছে তে ‘শ্যমলী’-এর ভূমিকায় দেখা যাচ্ছে নায়িকাকে। তবে কেবল মেগা নয়, ইতিমধ্যেই বড় পর্দাতেও দেবের নায়িকা হয়ে ‘প্রজাপতি’ ছবি হাত ধরে ডেবিউ সেরেছেন শ্বেতা।