বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 শেষ হতে আর 4 দিন বাকি। তারপরই নতুন বছরে পদার্পণ করবেন সকলে। তবে 2026 কে স্বাগত জানানোর পাশাপাশি নতুন বছরে শেয়ার মার্কেট থেকে লাভের মুখ দেখতে বেশ কিছু স্টকে বিনিয়োগের কথা ভাবছেন বিনিয়োগকারীরা। কিন্তু কোন স্টক আগামী দিনে বড় রিটার্ন (Stock To Invest) দেবে তা জানেন না কেউই! এ প্রসঙ্গে অভিজ্ঞ বিনিয়োগকারীদের দাবি, যেসব সংস্থা নতুন করে বড় অর্ডার পেয়েছে কিংবা নিজেদের ব্যবসা বাড়াচ্ছে সেইসব সংস্থার স্টকগুলি আগামী দিনে বা নতুন বছরে বড় লাফ দিতে পারে। আজকের প্রতিবেদনে রইল তেমনই এক স্টকের খোঁজ। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই স্টকের দাম অনেকটাই বাড়তে পারে।
নতুন বছরে দাম বাড়তে পারে এই স্টকের
পাওয়ার ক্যাবল প্রস্তুতকারক সংস্থা ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সম্প্রতি একটি বড় অর্ডার পেয়েছে। সংস্থাটি স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, হিলড প্রজেক্ট প্রাইভেট লিমিটেড থেকে 66.18 কোটি ডলার মূল্যের পাওয়ার কেবল সরবরাহের একটি অর্ডার পেয়েছে তারা। 2026 এর 30 জুন তারিখের মধ্যে এই চুক্তিটি বাস্তবায়িত হবে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ভারতীয় সংস্থার ডায়মন্ড পাওয়ার ইনফ্রাকচারের স্টকগুলির দাম সংস্থার ব্যবসা বৃদ্ধির সাথে সাথে আরও বাড়তে পারে।
অবশ্যই পড়ুন: ২০২৫-এ সবচেয়ে বেশি ভারতীয় তাড়িয়েছে এই মুসলিম দেশ, তালিকায় রয়েছে রাশিয়াও
না বললেই নয়, শুক্রবার, BSE তে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের স্টক গুলির দাম শেষবারের মতো 140 টাকায় ক্লোজ হয়েছিল। এদিন এই স্টকের দাম 0.78 শতাংশ কমে যায়। শুধু তাই নয় গত মাসে এই সংস্থার শেয়ার 4 শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। তবে তা হলেও 2023 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত মাত্র দু বছরের মধ্যে এই সংস্থার স্টকগুলি বিনিয়োগকারীদের 5,000 শতাংশ বা তারও বেশি রিটার্ন দিয়েছে। মজার বিষয়, এই স্টকের দাম একটা সময় ছিল 2 টাকা 70 পয়সা। সেখান থেকে আজকে এই স্টকের দাম উঠেছে 140 টাকায়।
অবশ্যই পড়ুন: তালিকা প্রকাশ না করলে কান ধরে ক্ষমা চাইতে হবে! SIR নিয়ে নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের
শেয়ার বাজারের বিশেষজ্ঞদের একটা অংশ দাবি করছেন, সংস্থাটি তাদের নতুন চুক্তি স্বাক্ষর করলে আগামী বছর অর্থাৎ 2026 সালে এই স্টকের দাম অনেকটাই বাড়বে। সেক্ষেত্রে চলতি বছরের শেষ সময় অর্থাৎ ডিসেম্বরেই এই স্টকে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন তারা। অনেকেই বলছেন, 5,000 শতাংশ রিটার্ন দেওয়া এই স্টক আগামীদিনে বিনিয়োগকারীদের পকেট ভরতে পারে। সবশেষে বলে রাখি, এই সংস্থাটির বর্তমান মার্কেট ক্যাপ 7364.37 কোটি টাকা।