দূর থেকে করবেন দলকে সমর্থন! T20 বিশ্বকাপের আগে অবসর নিলেন কেন উইলিয়ামসন

Kane Williamson Retirement From International T20 cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার ঠিক আগেই আন্তর্জাতিক 20 ওভারের ফরম্যাট থেকে অবসর নিয়ে নিলেন বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন (Kane Williamson Retirement)। জানা যাচ্ছে, টেস্ট এবং ওয়ানডেতে বেশি মনোযোগী হওয়ার জন্যই সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিকে আলভিদা বললেন কিউই তারকা।

নিউজিল্যান্ড তারকার অবসরের আভাস পাওয়া গিয়েছিল আগেই

এবছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেন কেন উইলিয়ামসন। আর সেই ঘটনার পরই অনেকেই ধরে নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকেই অবসর নিতে চলেছেন নিউজিল্যান্ড তারকা। এবার তেমনটা না হলেও টি-টোয়েন্টি থেকে আগে সরে দাঁড়ালেন উইলিয়ামসন।

বলা বাহুল্য, আসন্ন ফেব্রুয়ারি মাসেই ভারতের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মতোই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন দল। এই ফরম্যাটে খেললে টি-টোয়েন্টিতে 100 ম্যাচ পূরণ হতে পারতো উইলিয়ামসনের। তবে সেই সম্ভাবনা এবং বিশ্বকাপ জেতার ইচ্ছেকে উপেক্ষা করেই কুড়ি ওভারের সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক।

দূর থেকে দলকে সমর্থন করতে চান উইলিয়ামসন

রবিবার সকাল সকাল নিজের অবসরের কথা জানিয়ে নিউজিল্যান্ড তারকা বলেন, ‘এই মুহূর্তে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলের লক্ষ্য আসন্ন বিশ্বকাপ। তাই আগেভাগে আমার সিদ্ধান্তটা পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। আমি দূর থেকেই দলকে সমর্থন করব।’ বলে রাখি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টেস্ট এবং ওয়ানডেতে খেলার পাশাপাশি বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন কেন।

অবশ্যই পড়ুন: King এর ট্রিজার লঞ্চ, জন্মদিনেই ভক্তদের বিরাট উপহার দিলেন শাহরুখ খান

উল্লেখ্য, 2014 সালে নিউজিল্যান্ড টি টোয়েন্টি দলে অভিষেক হয়েছিল কেনের। এরপর থেকে অবসরের আগে পর্যন্ত নিউজিল্যান্ড দলের হয়ে মোট 93টি টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন কেন। সেই আসরে তাঁর রান রয়েছে, 2575। বলে রাখি, পুরুষদের টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের জার্সি গায়ে সবচেয়ে বেশি রান করেছেন উইলিয়ামসনই। তাছাড়াও অধিনায়ক হিসেবে একবার দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন কেন। একই সাথে, 2016 এবং 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও তাঁর নেতৃত্বেই পৌঁছে ছিল নিউজিল্যান্ড।

Leave a Comment