সৌভিক মুখার্জী, কলকাতা: ভোররাতে হঠাৎ করেই প্রচণ্ড আওয়াজ, আর সেই শব্দের উৎস খুঁজতে এসেই স্থানীয়রা দেখতে পায় ভয়ংকর দৃশ্য। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার কামরাপাড়া গ্রামের এক মাটির বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। আর তার নিচেই চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক মা ও তাঁর দুই নাবালিকা কন্যা সন্তান।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরবেলা দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার থানার অন্তর্গত কামারপাড়ায়। স্থানীয় সূত্র মারফৎ খবর, মৃতদের নাম বৃহস্পতি কর্মকার (বয়স ৪৩) এবং তাঁর মেয়ে শিলা কর্মকার (বয়স ১৫) ও প্রিয়া কর্মকার (বয়স ১০)।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
স্থানীয় সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে, সেদিন রাতে তিনজনেই ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতের কিছু আগে আচমকা বাড়ির কাঁচা দেওয়াল ধসে পড়ে। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তাঁরা বাড়ির ভেতর ঢুকে মা ও মেয়েদের উদ্ধার করেন। দ্রুত থানায় খবর দেওয়া হয়। পুলিশ তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
গ্রামের বাসিন্দারা দাবি করছে, টানা বৃষ্টির কারণে ওই মাটির দেওয়াল নড়বড়ে হয়ে গিয়েছিল। এমনকি ভীত দুর্বল হয়ে পড়েছিল। পরিবারটি যদিও বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় নতুন পাকা বাড়ির তৈরির টাকা পেয়েছিল। দ্বিতীয় কিস্তির টাকাও মিলেছিল বলে খবর। তবে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়নি। সেই পুরনো মাটির বাড়িতেই থাকছিলেন তাঁরা। আর সেই অসতর্কতার জেরেই প্রাণ দিতে হল তিনজনকে।
আরও পড়ুনঃ খুন না দুর্ঘটনা? দুর্গাপুরে জাতীয় সড়কের ধারে উদ্ধার বিজেপি কর্মীর দেহ!
তাদের এই অপ্রত্যাশিত মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই ওই বাড়িতে ভিড় জমিয়েছে প্রতিবেশীরা। উল্লেখ্য, ঘটনার খবর পেয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক জয়দেব হালদার। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে তাঁদের পাশে থাকবেন। বর্তমানে দেহগুলি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।