প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম এখন বেশ ঘুরছে, আর সেটি হল দেবলীনা নন্দী। আত্মহত্যার চেষ্টার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে সোশাল মিডিয়ায়। কেউ স্বামী প্রবাহকে সমর্থন করছেন, কেউ আবার পাশে দাঁড়াচ্ছেন দেবলীনার। এসবের মাঝেই প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ। দুই যুবক ফেসবুক লাইভে এসে দেবলীনার (Debolina Nandy) বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলল। আর সেটি প্রকাশ্যে আসতেই বড় পদক্ষেপ নিল দেবলীনা।
ফেসবুক লাইভে বড় অভিযোগ দুই যুবকের
রিপোর্ট মোতাবেক, গত শনিবার বিকেলে নীল ও রিভু নামে দুই যুবক ফেসবুক লাইভে জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দেবলীনা নন্দীর ফেসবুক পেজ তাঁরা পরিচালনা করেছেন। তাঁদের বক্তব্য, দেবলীনাকে জনপ্রিয় করে তুলতে তাঁরা নিয়মিত কনটেন্ট তৈরি, ভিডিও এডিট এবং পেজ ম্যানেজমেন্টের কাজ করেছেন। তাঁদের হাত ধরেই নাকি দেবলীনারের ফলোয়ার সংখ্যা ৭০ হাজার থেকে বেড়ে ১২ লক্ষে পৌঁছিয়েছে। এমনকি কিছু মিউজিক ভিডিওর কাজও করেছেন তাঁরা। কিন্তু তার জন্য যোগ্য টাকা তাঁরা পাননি। শুধু তাই নয়, বহুবার বকেয়া টাকা চাওয়া হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।
অভিযোগ পেতেই টাকা ফেরৎ দেবলীনার
নীল ও রিভু নামে দুই যুবক ফেসবুক লাইভে আরও বলেন যে, বরাদ্দ টাকা চাওয়ার জন্য একাধিকবার ফোনে দেবলীনা নন্দীর মায়ের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু প্রতিবারই নাকি বলা হয়েছে, দেবলীনা অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। কাজ ফুরিয়ে গেলেই নাকি তিনি কাউকে পাত্তা দিতেন না। আর এই লাইভ ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তুমুল শোরগোল। তবে এর মাঝেই ঘটল আরেক ঘটনা। নীল এবং রিভুর লাইভ পাবলিশ হওয়ার কয়েকঘণ্টার ব্যবধানে লাইভটি ডিলিট করে নতুন একটি ভিডিও পোস্ট করেন তাঁরা। সেখানে জানান, আগের ভিডিওটি আপলোড করার পরই নাকি দেবলীনা নিজে ফোন করেন তাঁদের যাবতীয় যা বকেয়া ছিল তা মিটিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: এক ক্লিকেই জানান জমি সংক্রান্ত অভিযোগ, অ্যাপিল মডিউল চালু করছে নবান্ন
প্রসঙ্গত, সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা নন্দী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যা নিয়ে বিতর্কের ঝড় কিছুতেই থামছে না সোশ্যাল মিডিয়ায়। জড়ানো হয় দেবলীনার প্রিয় বন্ধু সম ভাই অভিনেতা সায়ককে। আর তার মাঝেই আরও এক ভিডিও ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে। কমেন্টে বক্সে কেউ দেবলীনাকে কটাক্ষ করেছেন। কেউ আবার অভিযোগকারীদের প্রশ্ন করেছেন, “এতদিন কেন বলেননি?” তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি দেবলীনা নন্দী।