সহেলি মিত্র, কলকাতা: বর্তমানে ‘ধুমকেতু’ জ্বরে কাবু সমগ্র বাংলা। ৯ বছর পর বড় পর্দায় ফিরে একবার দেব-শুভশ্রীকে (Dev Subhashree) দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। সিনেমা মুক্তির আগে জায়গায় জায়গায় গিয়ে জোরকদমে ছবি প্রচার চালিয়েছেন দেব শুভশ্রী জুটি। তবে এসবের মাঝেই নতুন করে যেন একে অপরের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ে লিপ্ত হলেন দেব-শুভশ্রী। শুভশ্রীর উদ্দেশ্যে অপমানজনক কথা বলার অভিযোগ উঠল সুপারস্টার দেবের বিরুদ্ধে। অবশ্য পাল্টা দিলেন শুভশ্রী নিজেও।
ফের দেব-শুভশ্রীর বন্ধুত্বে ভাঙন!
বর্তমানে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘ধুমকেতু।’ এক রিপোর্ট অনুযায়ী, এখনও অবধি সিনেমা ২১.৩৬ কোটি টাকা আয় করে ফেলেছে। আগামী দিনে আরও করবে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। তবে এসবের মাঝেই আলোচনায় ফের দেব-শুভশ্রী। রাজ চক্রবর্তী ঘরনি শুভশ্রীকে দুই বাচ্চার মা সম্বোধন করে এবং আরও নানারকম কথা বলেছেন দেব যাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টিকে যে মোটেও ভালোভাবে নেননি শুভশ্রী সেটা তাঁর মন্তব্যেই ভালোভাবে বোঝা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘আমি লোভটাকে জয় করতে পেরেছি বলেই….’ বড় বয়ান CU-র উপাচার্য শান্তা দত্তর
নিশ্চয়ই ভাবছেন যে দেব কী এমন বলেছেন যেটা শুনে শুভশ্রী বেজায় চটেছেন? তাহলে জানিয়ে রাখি, আসলে ছবির মুক্তির পরে এক সাক্ষাৎকারে ‘ধূমকেতু’ ও শুভশ্রীকে নিয়ে মনখোলা কথা বলেন দেব। তাঁর বক্তব্যের সারমর্ম ছিল, ‘দুই বাচ্চা’র মা হওয়ায় শুভশ্রী সারল্য হারিয়েছেন! এজন্যে ২০২৫-এ দাঁড়িয়ে ‘ধূমকেতু’ তৈরি করলে হয়তো শুভশ্রীকে মুখ্য চরিত্র না দিয়ে কোনও পার্শ্ব চরিত্রে কাজ দিতেন। আর এই নিয়েই বেজায় চটলেন তিনি।
দেবের ওপর চটলেন শুভশ্রী
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিয়ে জানালে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর নায়িকা বলেন, “কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরণের কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না।” এরপর প্রশ্ন আসে, আবার কী ‘দেশু’ কে একসঙ্গে দেখা যাবে? উত্তরে তিনি বলেন, “বাবা, আমি এইসব জানি না। জানি না, মা হয়ে গিয়েছি, মুখে সারল্য নেই।”