সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমানে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ জ্বরে কাবু বাংলা। একের পর এক সিনেমা হলে এই শো হাউসফুল। হু হু করে বাড়ছে অ্যাডভান্স বুকিং-এর সংখ্যাও। এক কথায় দীর্ঘ ৯ বছর পর এই সিনেমা মুক্তি নিয়ে সিনেমার পরিচালক থেকে শুরু করে দেব,শুভশ্রী যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা যেন অক্ষরে অক্ষরেমিলে গিয়েছে। জায়গায় জায়গায় এই সিনেমা নিয়ে মানুষের উন্দমাদনা দেখার মতো। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সকলেই চমকে গিয়েছেন। দেব-শুভশ্রীর ফ্যান ফলোয়িং, তাঁদের একসঙ্গে জুটিতে দেখার আনন্দ কাকে বলে তা এই ভাইরাল হওয়া ভিডিওতে ফুটে উঠেছে।
‘ধূমকেতু’ নিয়ে ভাইরাল ভিডিও
ভাইরাল হওয়া ভিডিওতে (Dhumketu Viral Video) দেখা যাচ্ছে, একপ্রকার সাধারণ মানুষের মিছিল বেরিয়েছে যেন। জনতার ঢল নেমে এসেছে কলকাতার রাস্তায়। কয়েকজনের হাতে ধূমকেতু-র বিশাল বড় ব্যানার রয়েছে। শুধু তাই নয়, রীতিমতো ডিজে বাজিয়ে সাধারণ যুবক যুবতী নাচতে নাচতে যাচ্ছেন রাস্তায়। এমনকি দেব-শুভশ্রীর ছবিতে হারও দেওয়া। এক কথায় সকলের উন্মাদনা দেখার মতো।
অবশ্য এই ভিডিও দেখে অনেকেই কটাক্ষ করেছেন। ভিডিও-র ক্যাপশনে লেখা, এরা চিড়িয়াখানা থেকে ছাড়া পেল কীভাবে। অপর আরেকজন লিখেছেন, এই সব দেখে বলতে ইচ্ছে করছে বা আমার ছোট্ট মাথায় যতটুকু কর্মক্ষমতায় পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি বাংলার রেনেসাস যে হিমালয়ের শিকারে পৌঁছেছিল তা আজ হিমালয়ের পাদদেশে।
অন্য আরেকজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, সব ঝোপর পট্টির ছাপড়ি মাল। আরও একজন তো লিখেই দিলেন, সাউথ কে নকল এর চেষ্টা। অপরজন লিখেছেন, পাশ ফেল নেই, চাকরি নেই, কাজ নেই, জীবনের দিশা নেই, নেই রাজত্বে একটু আনন্দ করে নেবেনা??? নাচ বাবারা যত খুশি নাচ।যাতে এমন ঘুম আসে ক্ষিদেও না পাই।
বক্স অফিসে বিরাট সাফল্য ‘ধূমকেতু’-র
উল্লেখ্য, ১৪ অগাস্ট দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহুপ্রতিক্ষীত মুভি ‘ধূমকেতু’। সকাল থেকে রাত সব শো হাউজফুল। মুক্তির আগেই ২০০ শো হাউজফুল, নতুন রেকর্ড গড়ে নয়া ইতিহাস রচনা করেছে বাংলা সিনেমা। বক্স অফিসের কালেকশন শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন। জানা গিয়েছে, ১৪ অগাস্ট মুক্তির প্রথমদিনেই দু’কোটির গণ্ডি অতিক্রম করে ফেলে ধূমকেতু। দেব-শুভশ্রীর ছবির আয় ২.১৮ কোটি। আর টলিউড বক্স অফিস রিপোর্ট মোতাবেক ১৫ অগাস্ট ধূমকেতুর বক্স অফিস কালেকশন আনুমানিক ৩,০২ কোটি। আগামী দিনে এই টাকার অঙ্ক যে আরও বাড়বে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।