দেশজুড়ে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম! কলকাতার রেট কত?

Petrol And Diesel Price

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ নভেম্বর, শনিবার। দেশজুড়ে আজ কিছু শহরে পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol And Diesel Price) বাড়ল অনেকটাই। তবে আবার কিছু কিছু শহরে অনেকটাই কমেছে তেলের দাম। মূলত তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিন সকাল ছটায় নতুন পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে। সেই সূত্রে আজ কিছু কিছু শহরে পরিবর্তিত হয়েছে জ্বালানির দাম। তবে কলকাতার বাজারে আজ রেট কত?

কোন কোন শহরে পরিবর্তন হল তেলের দাম?

তেল বিপণন সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, আজ দিল্লি, কলকাতা, মুম্বাই, চন্ডিগড়, হায়দ্রাবাদ, লখনৌ ইত্যাদি শহরে তেলের দাম সেরকম কোনও পরিবর্তন হয়নি। পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। তবে চেন্নাই থেকে শুরু করে গুরগাঁও, নয়ডা, জয়পুর এবং পাটনাসহ বেশ কিছু শহরে আজ তেলের দাম অনেকটাই কমেছে। বলার বিষয়, আজ ভুবনেশ্বরে আবার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোন শহরে কত বাড়ল বা কমল?

আজ পেট্রোলের দাম

আজ দেশের প্রধান প্রধান শহরগুলিতে পেট্রোল বিকোচ্ছে—

  • নয়া দিল্লিতে ৯৪.৭৭ টাকা প্রতি লিটার।
  • কলকাতায় ১০৫.৪১ টাকা প্রতি লিটার।
  • মুম্বাইতে ১০৩.৫০ টাকা প্রতি লিটার।
  • বেঙ্গালুরুতে আজ লিটার প্রতি রেট ১০২.৯২ টাকা।
  • চন্ডিগড়ে লিটার প্রতি দাম ৯৪.৩০ টাকা।
  • লখনৌতে লিটার প্রতি দাম ৯৪.৬৯ টাকা।
  • চেন্নাইতে আজ লিটার প্রতি ০.১০ টাকা কমে দাঁড়িয়েছে ১০০.৮০ টাকা প্রতি লিটার।
  • গুরগাঁওতে লিটার প্রতি ০.১৪ টাকা কমে দাঁড়িয়েছে ৯৫.৫১ টাকা প্রতি লিটার।
  • নয়ডাতে আজ ০.২৫ টাকা লিটার প্রতি কমে দাঁড়িয়েছে ৯৪.৮৭ টাকা প্রতি লিটার।
  • জয়পুরে আজ লিটার প্রতি ০.২৪ টাকা কমেছে এবং এখন রেট দাঁড়িয়েছে ১০৪.৪৮ টাকা প্রতি লিটার।
  • পাটনাতেও ০.২৪ টাকা লিটার প্রতি কমে রেট দাঁড়িয়েছে ১০৫.২৩ টাকা প্রতি লিটার।
  • অন্যদিকে আজ ভুবনেশ্বরের লিটার প্রতি দাম বেড়েছে ০.২৬ টাকা এবং এখন রেট দাড়িয়েছে ১০১. ১৯ টাকা প্রতি লিটার।

আরও পড়ুনঃ বিয়ের মরসুমে সোনা, রুপোর দামে পতন! আজকের রেট

আজ ডিজেলের দাম

এদিকে যদি আমরা ডিজেলের দাম নিয়ে কথা বলি, তাহলে আজ দেশের প্রধান প্রধান শহরে ডিজেল বিক্রি হচ্ছে—

  • নয়া দিল্লিতে লিটার প্রতি ৮৭.৬৭ টাকা।
  • কলকাতায় লিটার প্রতি ৯২.০২ টাকা।
  • মুম্বাইতে লিটার প্রতি ৯০.০৩ টাকা।
  • বেঙ্গালুরুতে লিটার প্রতি ৯০.৯৯ টাকা।
  • চন্ডিগড়ে লিটার প্রতি ৮২.৪৫ টাকা।
  • হায়দ্রাবাদে লিটার প্রতি ৯৫.৭০ টাকা।
  • তিরুবনন্তপুরমে লিটার প্রতি ৯৬.৪৮ টাকা।
  • এদিকে চেন্নাইতে লিটার প্রতি ০.১০ টাকা কমে ৯২.৩৯ টাকায় দাঁড়িয়েছে।
  • গুরগাঁওতে লিটার প্রতি কমেছে ০.১৩ টাকা। আর এখন দাম দাঁড়িয়েছে ৮৭.৯৭ টাকা।
  • নয়ডাতে ০.২৮ টাকা লিটার প্রতি কমে এখন দাঁড়িয়েছে ৮৮.০১ টাকা লিটার।
  • তবে ভুবনেশ্বরে ০.৫০ টাকা লিটার প্রতি বেড়ে দাম দাঁড়িয়েছে ৯২.৭৬ টাকা।
  • জয়পুরে ০.২২ টাকা কমে দাম দাঁড়িয়েছে ৮৯.৯৯ টাকা প্রতি লিটার।
  • পাটনাতে ০.২২ টাকা দাম কমে লিটার প্রতি দাঁড়িয়েছে ৯১.৪৯ টাকা।

Leave a Comment