প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল রাইটার্স বিল্ডিংয়ের সামনে কলকাতা ট্র্যাফিক পুলিশ সেনাবাহিনীর ট্রাক আটকে দেওয়ায় রাজনৈতিক ময়দানে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই পরিস্থিতির মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্য সরকারকে রীতিমত তুলোধোনা করে ছাড়লেন তিনি। যার ফলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত আরও স্পষ্ট আকার ধারণ করল।
বেড়েই চলেছে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত
গতকাল, ২ সেপ্টেম্বর, মঙ্গলবার, রাইটার্স বিল্ডিংয়ের সামনে এক নাটকীয় দৃশ্যের সম্মুখীন হয়েছিল কলকাতাবাসী। বেপরোয়া গতিতে চালানোর অভিযোগে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকে দিয়েছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। এদিকে ঠিক ওই ট্রাকের পিছনেই চলছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে খানিক উনিশ বিশ হলেই এক বড় দুর্ঘটনা ঘটে যেতে। সম্প্রতি সেই সিসিটিভি ফুটেজের ভিডিও প্রকাশ্যে এনেছিল কলকাতা পুলিশ। তার উপর গত সোমবার, ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ খুলে দিয়েছিল ভারতীয় সেনা। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক রয়েছে তুঙ্গে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
সেনাদের নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মমতার
ভিন রাজ্যে বাংলা ভাষার অপমান এবং পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিল রাজ্যের শাসক দল। কিন্তু গত সোমবার সেই মঞ্চ খুলে দিতে থাকেন সেনার আধিকারিকরা। তাঁদের দাবি, ৩১ আগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। তাই দুপুর থেকে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিতে থাকে সেনা। আর সেই খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে আসতেই মেয়ো রোডে হাজির হন তিনি ৷ কিন্তু ততক্ষণে ফিরে যান সেনা আধিকারিক এবং জওয়ানরা৷ সেই সময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে সেনা বিজেপির হয়ে কাজ করছে। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আরও পড়ুন: বাঁকুড়ার ছাতনা হাসপাতালে ১ টাকায় খাবার দিতেন বিজেপি নেতা, বন্ধের নোটিশ সুপারের!
বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রীয় সেনাবাহিনীর প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভারতীয় সেনা দেশের গর্বের প্রতীক, তাই এ ধরনের মন্তব্য করা মানে দেশকে অসম্মান করা। তাঁর আরও দাবি, সেনার সঙ্গে সংঘাতে গিয়ে তৃণমূল সরকার দেশবিরোধী আচরণ করছে।” এখানেই তিনি থেমে থাকেননি। এদিন তিনি আরও বলেন যে, “সেনার সঙ্গে রাজনৈতিক দল, সরকার ঝগড়া করছিল, এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ কী ভারত থেকে আলাদা হয়ে যাবে? ধীরে ধীরে তাই তৃণমূল দেশবিরোধী হয়ে যাচ্ছে।” তবে এখনও পর্যন্ত দিলীপ ঘোষের মন্তব্যের ভিত্তিতে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।