দেশের বিভিন্ন ব্যাঙ্কে ১৩,২১৭ শূন্যপদে নিয়োগ! চাকরির খবর

IBPS RRB Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্কিং সেক্টরে যারা কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য দারুণ সুসংবাদ। কারণ এবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন 13,217 শূন্যপদে নিয়োগের (IBPS RRB Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত অফিস অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন স্কেলের অফিসার পদে নিয়োগ করা হবে। যারা স্নাতক কিংবা আইন, এমবিএ, চার্টার্ড অ্যাকাউন্টেট, ইত্যাদি ডিগ্রি অর্জন করেছেন, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে সেরা সুযোগ।

তবে কোন কোন পদ রয়েছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস-এর তরফ থেকে মূলত রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলিতে কর্মী নিয়োগ করা হবে, যেখানে মোট 13,217টি শূন্যপদ থাকবে। এর মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 7972টি এবং বাদবাকি অফিসার স্কেল পদে বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যেমনটা জানানো হয়েছে, অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অফিসার স্কেল ওয়ান পদে আবেদন করার জন্য কৃষি, ভেটেরিনারি, ফোরেস্ট্রি, আইটি, ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অফিসার স্কেল টু পদে আবেদন করার জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তবে 50 শতাংশ নম্বর থাকতে হবে।

বয়স সীমা কত দরকার?

অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য 18 থেকে 28 বছর, অফিসার স্কেল ওয়ান পদে আবেদন করার জন্য 18 থেকে 30 বছর, অফিসার স্কেল টু পদে আবেদন করার জন্য 21 থেকে 32 বছর এবং অফিসার স্কেল থ্রি পদে আবেদন করার জন্য 21 থেকে 40 বছর বয়স লাগবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

যেমনটা জানা যাচ্ছে, অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেলে 30,000 থেকে 35,000 টাকা, অফিসার স্কেল ওয়ান পদে চাকরি পেলে 45,000 থেকে 55,000 টাকা, অফিসার স্কেল টু পদে চাকরি পেলে 55,000 টাকা থেকে 65,000 টাকা এবং অফিসার স্কেল থ্রি পদে চাকরি পেলে 70,000 টাকা থেকে 80,000 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইন পরীক্ষা (প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষা), ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা আইবিবিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন সেরে নিতে পারবে। এর জন্য প্রথমে “IBPS RRB XIV Recruitment 2025” লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে হবে। তারপর আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

উল্লেখ্য, এখানে General/OBC/EWS প্রার্থীদের আবেদন করার জন্য 850 টাকা এবং SC/ST/PwBD প্রার্থীদের আবেদন করার জন্য 175 টাকা আবেদন ফি দিতে হবে।

আরও পড়ুনঃ প্রতিমাসে মিলবে ৩০০০ টাকা পেনশন! e-Shram কার্ডের SMS পেলেন?

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আজ থেকেই অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন

Leave a Comment