“দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন”, প্রাক্তন উপরাষ্ট্রপতিকে বার্তা প্রধানমন্ত্রী মোদির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার রাতে আচমকা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মাননীয় শ্রী জগদীপ ধনকড়। আর এরপরই ঝড় ওঠে ভারতীয় রাজনীতিতে। নানাভাবে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা।

এহেন আবহে, মঙ্গলবার নিজের X হ্যান্ডেলে প্রাক্তন উপরাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রশংসার সুরেই মাননীয় সম্পর্কে দু-চার কথা লেখেন প্রধানমন্ত্রী মোদি।

প্রধানমন্ত্রীর X পোস্ট

মঙ্গলবার দুপুর 12টা বেজে 13 মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির X হ্যান্ডেলে ভেসে আসা একটি পোস্টে লেখা হয়, শ্রী জগদীপ ধনকড় জি নানাভাবে দেশের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি ভারতের উপরাষ্ট্রপতিও হয়েছেন। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি।

এদিন নিজের X হ্যান্ডেলে থেকে এই ক্ষুদ্র পোস্টের মাধ্যমে মাননীয় জগদীপ ধনকড় মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তবে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর পোস্টে জগদীপের পদত্যাগের বিষয়ে কোনও বাড়তি শব্দ চোখে পড়েনি।

 

অবশ্যই পড়ুন: দীর্ঘ ৫ সপ্তাহ পড়েছিল কেরলে, অবশেষে উড়ল ব্রিটিশ নৌবাহিনীর F-35B যুদ্ধবিমান

শারীরিক অসুস্থতার জন্যই কি পদত্যাগ?

গত 25 জুন, উত্তরাখণ্ডের নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেওয়ার সময়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকড়। আর এরপরই শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের মাঝেই গতকাল রাতে হঠাৎ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন ধনকড়। মঙ্গলবার সকালে সেই ইস্তফা পত্র মঞ্জুর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম।

আর এরপর থেকেই প্রশ্ন উঠছে, শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণেই কি ইস্তফা দিলেন ধনকড়, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আসলে দীর্ঘদিন ধরে বিরোধীরা তাঁকে রাজ্যসভার চেয়ারম্যান পদ তথা উপরাষ্ট্রপতির পদ থেকে সরাতে চাইছিলেন। বিগত দিনগুলিতে বারংবার ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছিল। আর সেসবের মাঝেই আচমকা সোমবার রাতে তাঁর পদত্যাগের বিষয়টি অস্বাভাবিক ভাবেই দেখছেন অনেকেই।

Leave a Comment