দেশের ১.৬৫ লাখেরও বেশি পোস্ট অফিসেই পাওয়া যাবে BSNL সিম! হয়ে গেল চুক্তি

BSNL-India Post Deal they Will Sell BSNL Sim Via 1.65 lakh Post offices

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের দুই টেলিকম নেটওয়ার্ক জায়ান্ট Jio এবং Airtel এর সাথে বাজার দখলের লড়াইয়ে কিছুতেই পেরে উঠছে না সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। তাই বাধ্য হয়েই ময়দানে নামল ভারতীয় পোস্ট অফিস। জানা যাচ্ছে, এবার BSNL এর সিম কার্ড বিক্রি এবং রিচার্জ পরিষেবা পাওয়া যাবে ভারতীয় ডাকঘর থেকেই। সেই মর্মে, বুধবার সমঝোতা চুক্তি (BSNL India Post Deal) স্বাক্ষর করেছে ভারতীয় ডাক বিভাগ এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড।

দেড় লাখেরও বেশি পোস্ট অফিস থেকে বিক্রি হবে BSNL সিম

প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, বুধবারের চুক্তির অধীনে দেশের 1.65 লাখেরও বেশি পোস্ট অফিস থেকে বিক্রি করা হবে BSNL সিম কার্ড। তাছাড়াও প্রত্যেকটি পোস্ট অফিস BSNL মোবাইল রিচার্জের বিক্রয় পয়েন্ট হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, ভারত সঞ্চার নিগম লিমিটেড এবং ভারতীয় ডাক বিভাগের চুক্তি অনুযায়ী, এর জন্য আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটির তরফে।

রিপোর্ট বলছে, এবার থেকে ভারতের 1.65 লাখেরও বেশি পোস্ট অফিসেই BSNL এর প্রিপেইড বা পোস্টপেইড রিচার্জ থেকে শুরু করে সিম কার্ড ক্রয় সহ যেকোনও পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা। সংস্থাটির দাবি, মূলত প্রতিযোগিতার বাজারে দেশের প্রত্যন্ত অঞ্চল মূলত গ্রামীণ অঞ্চলগুলিতে BSNL পরিষেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে অল্প খরচে মোবাইল রিচার্জ উপহার দেওয়ার স্বার্থে ভারতীয় পোস্ট অফিসের সাথে গাঁটছড়া বেঁধেছে তারা।

অবশ্যই পড়ুন: প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তানের পাশে দাঁড়াল সৌদি আরব! ভারত আর হামলা করতে পারবে?

গ্রাহকের পরিধি বাড়াতেই এই পদক্ষেপ

গতকাল, সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস অ্যান্ড আরবির জেনারেল ম্যানেজার, BSNL এর প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার দীপক গার্গ সহ অন্যান্য সরকারি আধিকারিকদের উপস্থিতিতে দিল্লিতে বসেই ভারতীয় ডাক বিভাগ এবং ভারত সঞ্চার নিগম লিমিটেড চুক্তিতে স্বাক্ষর করে। এ প্রসঙ্গে ভারত সঞ্চার নিগম লিমিটেডের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার জানিয়েছেন, BSNL এর পরিষেবা দেশের সর্বত্র অর্থাৎ প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দিতেই ভারতীয় ডাক বিভাগের সাথে হাত মিলিয়েছি আমরা। মনে করা হচ্ছে, 1 বছরের জন্য কার্যকর চুক্তিটি আগামীতে এক্সটেন্ড করা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির হাত ধরে সাশ্রয়ী মূল্যে BSNL এর পরিষেবা পাবে গ্রাহক।

Leave a Comment