দেশে থাকবে মাত্র ৪টি সরকারি ব্যাঙ্ক! একীভূত হতে চলেছে SBI, PNB, BoB

Bank Merger

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ব্যাঙ্কিং খাতে এবার আমূল বদলাতে চলেছে। সরকারি খাতের ব্যাঙ্কগুলির একীভূতকরণের (Bank Merger) কাজ আবারও বাস্তবায়নের পথে। কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকারী খাতের ব্যাঙ্কগুলির সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় বসেছে। জানা যাচ্ছে, এবার এসবিআই, পিএনবি সহ বেশ কিছু ব্যাঙ্ক একীভূত হতে পারে। তবে কবে নাগাদ হচ্ছে সেই চুক্তি? গ্রাহকদের উপর কি কোনও প্রভাব পড়বে? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

সম্প্রতি অর্থমন্ত্রী বলেছেন যে, এখন শক্তিশালী নির্ভরযোগ্য সরকারি খাতের ব্যাঙ্ক প্রয়োজন। আর তা অর্জন করার জন্যই সরকারকে প্রথমে ব্যাঙ্কগুলোর পর্যালোচনা করতে হবে। তারা কীভাবে এগিয়ে যেতে চায় তা বুঝতে হবে। বৃহস্পতিবার ১২ তম এসবিআই ব্যাঙ্কিং এবং অর্থনীতি সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারি খাতের ব্যাঙ্কগুলোকে একীভূতকরণের ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি সেখানে অর্থমন্ত্রী বলেছিলেন যে, বলার আগেই অনেক কাজ করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

আগেও হয়েছে ব্যাঙ্ক একীভূতকরণ

বলাবাহুল্য, ২০১৯ সালের আগস্ট মাসে সরকার চারটি বড় বড় সরকারি খাতের ব্যাঙ্কগুলোকে একীভূতকরণ করেছিল। এর ফলে ২০১৭ সালে এই সংখ্যা ২৭টি থেকে নেমে ১২টিতে দাঁড়ায়। এই একীভূতকরণ ১ এপ্রিল, ২০২০ থেকেই কার্যকর হয়েছে। সেবার ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। এছাড়া সিন্ডিকেট ব্যাঙ্ককে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে ও এলাহাবাদ ব্যাঙ্ককে ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করা হয়। পাশাপাশি অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ককে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করা হয়। এছাড়া ২০১৯ সালের দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্ককে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে একীভূত করা হয়েছিল।

আরও পড়ুনঃ সুন্দরবনে সমলৈঙ্গিক বিয়ে, ভার্চুয়ালি রিয়া-রাখিকে অন্তরের শুভেচ্ছা প্রদান অভিষেকের

তবে ব্যাঙ্ক মার্জার ২.০ এর আওতায় ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো বড় বড় ব্যাঙ্কের সঙ্গে একীভূত করা হতে পারে বলেই অনুমান। আর যদি একীভূতকরণ পরিকল্পনা সম্পন্ন হয়, তাহলে দেশের সরকারি খাতের ব্যাঙ্কের সংখ্যা অনেকটাই হ্রাস পাবে। আর বড় বড় ব্যাঙ্ক বলতে গেলে মোট চারটি সরকারি খাতের ব্যাঙ্ক থাকবে। সেগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্ক।

Leave a Comment