সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলের মুকুটে একের পর এক পালক জুড়ছে। সাধারণ রেল যাত্রীদের ভ্রমণ ও স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে একের পর এক কাজ করেই চলেছে রেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। জানা গিয়েছে, এবার দেশে প্রথমবারের মতো রেলওয়ে বা মেট্রো ট্রেনের ট্র্যাকে সৌর প্যানেল (Solar Panel In Railway Track) স্থাপন করা হয়েছে।
রেল লাইনেই তৈরী হবে বিদ্যুৎ
NCRTC দুহাইয়ের নমো ভারত ডিপোতে “সোলার অন ট্র্যাক” নামে একটি অনন্য প্রকল্প চালু করেছে। এই পাইলট প্রকল্পের আওতায়, দুহাই ডিপোতে পিট হুইল ট্র্যাকের ৭০ মিটার দীর্ঘ এলাকায় ৫৫০ ওয়াট সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ২৮টি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। তাদের মোট বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা ১৫.৪ কিলোওয়াট। এটি বার্ষিক প্রায় ১৭,৫০০ কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং ১৬ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাবে।
NCRTC has implemented an innovative ‘Solar on Track’ project at the Namo Bharat Depot in Duhai, where solar panels have been installed on the tracks. This is a first-of-its-kind initiative in any RRTS or Metro system in India. @NamoBharatDelMT #solarpower #NamoBharat pic.twitter.com/HdaoMysVKM
— National Capital Region Transport Corporation Ltd. (@officialncrtc) November 12, 2025
এনসিআরটিসি-র মতে, এই উদ্যোগটি অব্যবহৃত ট্র্যাক স্পেসকে ভালোভাবে ব্যবহার করে নমো ভারত সিস্টেমকে ‘নেট জিরো এনার্জি’-এর দিকে নিয়ে যাবে। রেলের লক্ষ্য হল নবায়নযোগ্য উৎস থেকে তার মোট জ্বালানি চাহিদার ৭০% পূরণ করা। এনসিআরটিসি তাদের সৌর নীতির অধীনে স্টেশন, ডিপো এবং ভবনের ছাদে ১৫ মেগাওয়াট সর্বোচ্চ অভ্যন্তরীণ সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর মধ্যে ৫.৫ মেগাওয়াট ইতিমধ্যেই উৎপাদিত হচ্ছে। এছাড়াও, নমো ভারত করিডোরে আধুনিক প্রযুক্তি যেমন বৃষ্টির জল সংগ্রহ, পয়ঃনিষ্কাশন কেন্দ্র এবং নতুন করে তৈরী হওয়া ব্রেকিং সিস্টেম, যা ট্রেন ব্রেকিংয়ের সময় উৎপন্ন গতিশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, বাস্তবায়িত হচ্ছে।
ঐতিহাসিক সিদ্ধান্ত রেলের
এনসিআরটিসির “সোলার অন ট্র্যাক” উদ্যোগটি জাতীয় সৌর মিশনের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং দিল্লি-এনসিআর সহ সারা দেশে পরিষ্কার, সবুজ এবং টেকসই পরিবহন প্রচারের দিকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।