বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে কম্পন ধরিয়ে দেশে ফিরেছেন ভারতীয় দলের তারকা পেসার অর্শদীপ সিং। ঘরে ফিরেই পরিবারকে চমকে দিলেন তিনি। কিনে ফেললেন, একেবারে ব্র্যান্ড নিউ একটি বিলাসবহুল ফোর হুইলার (Arshdeep Singh New Car)। ইতিমধ্যেই নিজের নতুন গাড়িটির সাথে বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন পাঞ্জাবি ক্রিকেটার। ভারতীয় তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হওয়া ছবি থেকে বোঝাই যাচ্ছে মার্সিডিজ বেঞ্জেরই কোনও একটি মডেল কিনেছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। কিন্তু মার্সিডিজের ঠিক কোন মডেলটি কিনলেন অর্শদীপ? গাড়িটির দামই বা কত?
মার্সিডিজ বেঞ্জের নতুন SUV কিনেছেন অর্শদীপ
খোঁজ নিয়ে জানা গেল, মার্সিডিজ সংস্থার বেঞ্জ জি ক্লাস মডেলের একটি কালো SUV কিনেছেন ভারতীয় তারকা। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট ঘেঁটে জানা গেল, অর্শদীপের নতুন গাড়িটির অন রোড প্রাইস 4 কোটি টাকার কাছাকাছি। তবে এই গাড়ির বেস মডেলটির দাম 3 কোটির মধ্যেই রয়েছে। গাড়িটির ইঞ্জিন থেকে শুরু করে অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস মডেলের বেস ভেরিয়েন্ট থেকে শুরু করে টপ ভেরিয়েন্টের গাড়িগুলিতে রয়েছে 2925 সিসি থেকে 3982 সিসির শক্তিশালী ইঞ্জিন। এছাড়াও এই গাড়িটি 325.86 বিএইচপি থেকে 576.63 PS শক্তি এবং 850 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। সেই সাথে 5টি আরামদায়ক আসন দ্বারা এই গাড়িটি সুসজ্জিত।
গাড়িটির অন্যান্য বৈশিষ্ট্য
ভারতীয় তারকা অর্শদীপ সিং যে মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস SUV টি কিনেছেন সেটির ভেতরে ইনফোটেইনমেন্টের জন্য রয়েছে দুটি 12.3 ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন ও ড্রাইভার মেশিন ক্লাস্টার। এছাড়াও এই গাড়ি ওয়্যারলেস অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো মোড সমর্থিত। না বললেই নয়, এই গাড়িটিতে রয়েছে একটি 18 স্পিকার, 760 ওয়াট বার্মেস্টার সাউন্ড সিস্টেম এবং নতুন এমএমজি পারফর্মেন্স স্টিয়ারিং হুইল। যা গাড়িটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে। এগুলি ছাড়াও অটোমেটিক গিয়ারস, ম্যানুয়াল ওভার রাইড অ্যান্ড প্যাডেল শিফট, স্পোর্ট মোড সহ একাধিক সুবিধা রয়েছে এই গাড়িতে।
অবশ্যই পড়ুন: IPL 2026 এর আগে গরম খবর! অধিনায়কদের ছেড়ে দিতে পারে এই ৩ দল
উল্লেখ্য, ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অর্শদীপ। পেছন ফিরে দেখলে, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে 11টি ওয়ানডেতে অংশ নিয়ে 17টি উইকেট তুলেছেন তিনি। এছাড়াও 68টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট ভেঙেছেন 105টি। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বল হাতে একেবারে জ্বলে উঠেছিলেন তিনি। সেই আসরে 3 ম্যাচে অংশ নিয়ে অর্শদীপ তুলে নিয়েছিলেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। এখানেই শেষ নয়, এর আগের ওয়ানডে সিরিজেও দু ম্যাচ খেলে 3টি উইকেট তোলেন পাঞ্জাবের এই খেলোয়াড়।