দেশ থেকে পলাতক, জাতীয় দলেরও বাইরে! তবুও T20-তে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

Shakib Al Hasan world record in CPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশ ছাড়া বহুদিন। শেষবারের মতো বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি তাঁর। তবে এবার গড়লেন বিরাট রেকর্ড। জানা যাচ্ছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বারমুডা ফ্যালকন্সের হয়ে ব্যাটে বলে অনবদ্য পারফরমেন্স দেখিয়েছেন সাকিব আল হাসান। এই আসরেই স্বল্পরান খরচে 3 উইকেট তুলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরাট নজির গড়লেন বাংলাদেশি স্টার।

500 উইকেটের ক্লাবে প্রবেশ করলেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস ও নেভিস পেট্রিয়ট দলের বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরমেন্স দেখিয়েছেন বাংলাদেশী তারকা। জানা গিয়েছে, অ্যান্টিগা ও বারমুডা ফ্যালকন্সের চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে 11 রান খরচ 3টি উইকেট তুলেছেন সাকিব।

এই তিন উইকেটে তোলার মধ্যে দিয়ে তিনি মাঠ ছাড়া করেছেন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ রিজওয়ান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কাইল মেয়ার্স এবং নবীন বিদাইসিকে। না বললেই নয়, মহম্মদ রিজওয়ানকে আউট করার সাথে সাথেই টি-টোয়েন্টি ক্রিকেটে 500 উইকেটের ক্লাবে প্রবেশ করে যান সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে 500 উইকেট সম্পূর্ণ করার পর বর্তমানে রশিদ খান, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো এবং ইমরান তাহিরদের তালিকাতে জায়গা পেয়েছেন তিনি। তবে শুধু বল হাতে তাণ্ডব দেখিয়েই থেমে থাকেননি সাকিব, দল অ্যান্টিগা ও বারমুডার হয়ে ব্যাট হাতে ও জ্বলে উঠেছিলেন তিনি। জানা যায়, প্রতিপক্ষ সেন্ট কিটস ও নেভিস পেট্রিয়টের বিরুদ্ধে 18 বলে 25 রান করে দলের জয়ের রাস্তাটা মসৃণ করে দিয়েছিলেন এই বাংলাদেশী তারকা।

অবশ্যই পড়ুন: শ্রমশ্রী প্রকল্প নিয়ে বিরাট হুকুম নবান্নের

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বড় রেকর্ড সাকিবের

দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টিতে 500 উইকেটের ক্লাবে প্রবেশ করার পাশাপাশি একটি বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশী তারকা। আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে 500 বা তার বেশি উইকেটের পাশাপাশি 7000 বা তার অধিক রান করেছেন সাকিব আল হাসান।

আর সেই সূত্র ধরেই গোটা বিশ্বে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক এবং অদ্বিতীয় ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। বলে রাখি, উইকেটের নিরিখে সাকিবের থেকে এগিয়ে থাকলেও রানের সংখ্যায় তাঁর থেকে পিছিয়ে ব্রাভো। বলা ভাল, টি-টোয়েন্টিতে সাকিবের রান এবং উইকেট যথাক্রমে 502 এবং 7574, সেই পর্বে দাঁড়িয়ে ব্রাভোর রান এবং উইকেট সংখ্যা যথাক্রমে 6970 এবং 631।

 

Leave a Comment