দৈনিক ৪১১ টাকা জমিয়ে ১৫ বছরে ৪৩.৬০ লক্ষ রিটার্ন! ধামাকাদার স্কিম পোস্ট অফিসের

Post Office PPF Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: যদি আপনার হাতে দিনে মাত্র 411 টাকা থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না। কারণ পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিমের মাধ্যমে আপনি 15 বছর পর 43 লক্ষ টাকা হাতে পাবেন। হ্যাঁ, এই স্কিম শুধুমাত্র নিরাপদ বললেই হবে না, বরং সরকারের দ্বারা পরিচালিত হওয়ায় বিনিয়োগের কোনো ঝুঁকি নেই। চলুন জেনে নেওয়া যাক, এই স্কিম কীভাবে কাজ করছে এবং কত রিটার্ন মিলবে।

কোন স্কিমে মিলছে এই সুবিধা?

আসলে এই দুর্দান্ত সুযোগটি দিচ্ছে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Post Office PPF Scheme)। এটি একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। আর এখানে আপনি নিয়মিত নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেই সুদসহ মোটা অংকের টাকা রিটার্ন পাবেন।

এবার যদি আপনি প্রতি মাসে 12,500 টাকা অর্থাৎ দৈনিক 411 টাকা করে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার বছরে বিনিয়োগ দাঁড়াবে 1.5 লক্ষ টাকা। আর 15 বছর পর আপনার হাতে আসবে 43.60 লক্ষ টাকা। ফলে আপনার মূলধন হবে 22.5 লক্ষ টাকা, আর বাকি 21.10 লক্ষ টাকা শুধু সুদ থেকেই আয় হবে।

সুদের হার এবং কর ছাড়

বর্তমানে পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে 7.9% হারে সুদ মিলছে, যা অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেকটাই চড়া। আর সবথেকে বড় ব্যাপার, এই স্কিমে আপনার জমা টাকা এবং সুদ সবকিছুই পুরোপুরি করমুক্ত। অর্থাৎ, একদিকে আপনি সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে পারছেন, অন্যদিকে কোনো করের ঝামেলাও থাকছে না।

রয়েছে আরও বেশ কিছু সুবিধা

এক্ষেত্রে জেনে রাখা ভালো, এই স্কিমে বছরে ন্যূনতম 500 টাকা বিনিয়োগ করা যায় এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। আর এই স্কিমের মেয়াদ সাধারণত 15 বছর। তবে পরবর্তী সময়ে আপনি আরো 5 বছর মেয়াদ বাড়াতে পারেন। তবে এখানে অ্যাকাউন্ট খোলার 3 থেকে 6 বছরের মধ্যে আপনার প্রয়জনে লোন নিতে পারবেন। 

আরও পড়ুনঃ নিয়ম বদলাতেই হল কাজ, ৭৫% ওয়েটিং টিকিট হচ্ছে কনফার্ম! দাবি রেলের

উল্লেখ্য, এখানে যে কেউ ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে পারবে। জয়েন্ট অ্যাকাউন্ট খোলার কোনো সুবিধা নেই। সবথেকে বড় ব্যাপার, এখন পোস্ট অফিসের DakPay অ‍্যাপ বা India Post Payments Bank-এর মাধ্যমে অনলাইনে এই স্কিমের টাকা জমা দেওয়া যায়। ফলে আর দৌড়াদৌড়ি করার কোনো ঝামেলা নেই। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে থাকেন, তাহলে আজই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত হন।

Leave a Comment