দ্বিগুণ শক্তিশালী! বিশ্বে প্রথম ভারতীয় সেনার হাতে র‍্যামজেট ইঞ্জিন চালিত অস্ত্র

Indian Army To world first to use ramjet powered artillery shells

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামরিক ক্ষেত্রে ইতিহাস গড়তে চলেছে ভারত। সব ঠিক থাকলে, বিশ্বের প্রথমবার র‍্যামজেট ইঞ্জিন চালিত গোলা ব্যবহার করবে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। জানা যাচ্ছে, আইআইটি মাদ্রাস থেকে শুরু করে আইআইটি কানপুর, রিসার্চ সেন্টার ইমারত সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দীর্ঘ গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষার পর 155 মিলিমিটার হাউইৎজার কামানের জন্য শক্তিশালী বিশেষ গোলা তৈরি করা হয়েছে। যা সাধারণত প্রচলিত অন্যান্য গোলার তুলনায় গতিবেগ, পাল্লা, ক্ষমতা সবদিক থেকেই দ্বিগুণ শক্তিশালী।

নতুন গোলা হার মানাবে প্রচলিত সমস্ত গোলাকে!

এই মুহূর্তে ভারতীয় সেনার হাতে রয়েছে সুইডেন বফর্স এফএইচ77বি02 এবং আমেরিকার এম777। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি এটিএজিএস এবং ধনুশ 155 এমএম হাউইৎজার ব্যবহার করে থাকে ভারতীয় সেনাবাহিনী। তবে প্রত্যেকটি অস্ত্রে যে গোলা ব্যবহার করা হয় সেগুলির সর্বোচ্চ পাল্লা বা রেঞ্জ 40 কিলোমিটার। আর এখানেই খেল দেখাবে ভারতে তৈরি নতুন র‍্যামজেট গোলা।

অবশ্যই পড়ুন: অশান্ত ওপার বাংলায় খেলতে যাচ্ছে ভারতীয় দল! প্রকাশ্যে ভারত-বাংলাদেশ সিরিজের সূচি

বিশেষজ্ঞ মহলের দাবি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে অনুসরণ করে তৈরি নতুন র‍্যামজেট গোলার পাল্লা প্রচলিত বা বর্তমান গোলাগুলির অন্তত দ্বিগুণ হবে। এখানেই বোঝা যাচ্ছে, নতুন গোলা বা অস্ত্রের ক্ষমতা। শুধু রেঞ্জের দিক থেকে নয় গতিবেগের দিক থেকেও এই গোলা সাধারণ গাইডেড আর্টিলারি সেলের তুলনায় দ্বিগুণ গতিবেগ সম্পন্ন হবে।

অবশ্যই পড়ুন: প্রাথমিক দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথের সাড়ে ৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি

এক কথায়, চোখের পলকে এই গোলা শত্রুর আস্তানায় গিয়ে আঘাত হানবে। বলাই বাহুল্য, গত বছর অর্থাৎ 2025 সালে অ্যারো ইন্ডিয়ার তরফে অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম থেকে একবারে 80 কিলোমিটার রেঞ্জের র‍্যামজেট গোলার ক্ষমতা প্রদর্শন করা হয়েছিল। যার বাণিজ্যিক উৎপাদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। এখানে বলে রাখা প্রয়োজন, এর আগে 140 কিলোমিটার রেঞ্জের র‍্যামজেট গোলা পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করে দেখিয়েছিল সুইডেনের একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা।

Leave a Comment