বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে চোটের পর জীবনটা ক্ষণিকের জন্য বদলে গিয়েছিল ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। বেশ কিছুদিন ধরে জাতীয় দল থেকে দূরেই ছিলেন তিনি। আর এই সময়ের মধ্যে পান্ডিয়ার জীবনে শুরু হয় নতুন প্রেম পর্ব। বিগত দিনগুলিতে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ বুলিয়ে নানান রঙিন মুহূর্তে দেখা মিলেছে হার্দিকের। সেসবের মাঝেই চলেছে জোর কদমে অনুশীলন। সেই পর্ব পেরিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার। আর সেই কামব্যাকটাই একেবারে স্মরণীয় হয়ে থাকলো তাঁর। তবে এখানেই শেষ নয়, আজ অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে কামাল দেখাতে পারলে অনন্য ইতিহাস গড়ে ফেলবেন পান্ডিয়া।
ইতিহাস গড়ার অপেক্ষায় হার্দিক
চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দিন, ভারতীয় দলের ত্রাতা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। একের পর এক উইকেট হারিয়ে যখন একপ্রকার ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়া, সেই পর্বে দাঁড়িয়ে উদ্যমের সাথে ব্যাটিং করে একেবারে দক্ষিণ আফ্রিকাকে বিরাট লক্ষ্য দেন তিনি। এদিন তাঁর ব্যাট থেকে মাত্র 28 বলে 59 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছিল দল। তবে ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি বল হাতেও উইকেট ভাঙেন তিনি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে 1টি উইকেট তুলেছিলেন ভারতীয় অলরাউন্ডার। তবে আজ আরেকটি উইকেট তুলতে পারলে সরাসরি ইতিহাসে নিজের নাম তুলবেন ভারতীয় দলের সুপারস্টার ক্রিকেটার।
সহজে বলতে গেলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত মোট 99টি উইকেট ভেঙেছেন পান্ডিয়া। কাজেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের রুদ্র মূর্তি দেখিয়ে যদি আজ আর মাত্র একটি উইকেট তুলতে পারেন তবে চতুর্থ খেলোয়াড় হিসেবে টি টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করে ফেলবেন তিনি। বলা বাহুল্য, এর আগে জিম্বাবুয়ের সিকান্দর রাজা, আফগানিস্তানের মহম্মদ নবী এবং মালয়েশিয়ার বীরনদীপ এই কীর্তি করেছিলেন। তবে সবচেয়ে বড় কথা তারা প্রত্যেকেই স্পিনার।
অবশ্যই পড়ুন: শুধু বাংলার সীমান্তেই বেড়া দেওয়া বাকি, অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে কড়া জবাব অমিত শাহের
শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে 100 উইকেট সম্পূর্ণ করার পাশাপাশি আজকের ম্যাচেই 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে 1000 রান এবং 100 উইকেট দুই মাইলফলক একসাথে ছুঁয়ে ফেলতে পারবেন পান্ডিয়া। যা অন্যান্যদের থেকে তাঁকে অনেকটাই আলাদা করবে। যদিও এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের নবী এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার নামে এই রেকর্ড রয়েছে। তবে সবচেয়ে মজার বিষয়, তাঁর প্রত্যেকেই স্পিনার। সেখানে হার্দিক পান্ডিয়া একজন জোরে বোলার। কাজেই আজ 100 উইকেট সম্পূর্ণ করলেই একজন অলরাউন্ডার হিসেবে 1000 প্লাস রান এবং শত উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নিজেকে আলাদা আসনে বসাতে পারবেন পান্ডিয়া।