বিক্রম ব্যানার্জী, কলকাতা: 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে একপ্রকার দূরমুশ করেছে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার দুর্বল বোলিং প্রতিপক্ষের সামনে একেবারে নাক কাটিয়েছে। তাতে 51 রানে হারের পর ভারতের ব্যর্থতার দায় গিয়ে পড়েছে, প্রধান কোচ গৌতম গম্ভীরের উপর। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে হার্দিক পান্ডিয়া এবং গম্ভীরের একটি ভিডিও (Gambhir-Hardik Conversation)। ওই ভিডিওটি দেখিয়েছে নেট নাগরিকদের অনেকেই দাবি করছেন, হারের কারণে গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন পান্ডিয়া!
গৌতম এবং হার্দিকের তুমুল ঝামেলা?
গত বৃহস্পতিবার, মুল্লানপুরের মাঠে ব্যাটে বলে উভয় ক্ষেত্রেই ধেরিয়েছে ভারত। আর সেই ব্যর্থতার সুযোগ নিয়েই টিম ইন্ডিয়াকে পরাস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে পরাজয়ে যন্ত্রণা কাটিয়ে ওঠার আগেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও দেখে ব্যাপক উচ্ছ্বসিত ভক্তরা। ভারতের পরাজয়ের পর নেট দুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, “ম্যাচ পরবর্তী সময়ে টিম ইন্ডিয়া ড্রেসিংরুমে প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে করতে এগিয়ে চলেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া! ওই ভিডিওটি দেখে নেট নাগরিকদের অনেকেই বলছেন, প্রধান কোচের সাথে তীব্র তর্কাতর্কি হচ্ছিল পান্ডিয়ার।
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও চাক্ষুস করার পর অনেকেরই দাবি, এদিন ভারতীয় দলের এমন লজ্জার পরাজয়ের পর কোচকে হয়তো প্রশ্ন করেছিলেন হার্দিক। আর সে কারণেই হয়তো দুজনের মধ্যে তুমুল অশান্তি বেঁধে গিয়েছিল! যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা। তাছাড়াও ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্যটিতে হার্দিক পান্ডিয়া এবং গৌতম গম্ভীর আদৌ তর্কাতর্কি করছিলেন কিনা সেটাও নিশ্চিত নয়। এ প্রসঙ্গে মুখ খোলেননি দুই ভারতীয়র কেউই।
Heated conversation between Hardik and Gambhir
pic.twitter.com/VtISwnS2FN
— Amar
(@KUNGFU_PANDYA_0) December 12, 2025
অবশ্যই পড়ুন: ভারতে প্রথম, বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যেই তৈরি হল রেডরোড
উল্লেখ্য, বৃহস্পতিবার, টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু কে জানত, এদিনই ভারতের বোলাররা ডাহা ফেল করবেন। ইনিংসের একেবারে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার সামনে অসহায় দেখাচ্ছিলো টিম ইন্ডিয়ার বোলারদের। শুরুর দিকে বরুণ চক্রবর্তী দুটি উইকেট তুললেও পরবর্তীতে টিম ইন্ডিয়ার বোলারদের কার্যত পিটিয়ে ছাতু করেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। আর সেখানেই হেরে গিয়েছিল ভারত। এদিন দক্ষিণ আফ্রিকার 214 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে আমরণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থতা নিয়েই ফিরতে হয়েছিল ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাওয়া তিলক বর্মাকে।

(@KUNGFU_PANDYA_0)