দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার পেসারদের নিয়ে ক্ষুব্ধ! ভারতীয় তারকা দিলেন বড় বয়ান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে (India Vs England) জায়গা হয়নি তাঁর। মূলত ফিটনেস জনিত সমস্যা দেখিয়েই দূরে রাখা হয়েছে তাঁকে। এমতাবস্থায়, ইংলিশদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় বোলারদের পারফরমেন্স নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার তথা বহু যুদ্ধজয়ের কারিগর মহম্মদ শামি। বাতলে দিলেন সমস্যা সমাধানের পথও।

টিম ইন্ডিয়ার বোলারদের নিয়ে শামির বক্তব্য

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একেবারে জিততে জিততে হেরেছে ভারত। হ্যাঁ, ইংলিশ বাহিনীর বিরুদ্ধে একেবারে শেষ ইনিংসে অপ্রত্যাশিত হারের পর পুরনো ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করছে ভারতের ছেলেরা। এহেন আবহে, প্রথম টেস্টের ব্যর্থতা টেনে বড়সড় মন্তব্য করলেন ভারতীয় দলের দীর্ঘদিনের সঙ্গী শামি।

সম্প্রতি, নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জসপ্রীত বুমরাহ ছাড়া আর কোনও বোলারই নিজেদের দক্ষতা দেখিয়ে প্রভাব ফেলতে পারেননি। প্রথম ইনিংসে বুমরাহ একাই পাঁচ উইকেট নিয়েছেন। তবে ম্যাচ দ্বিতীয় ইনিংসে গড়াতেই, ইংলিশ ব্যাটসম্যানরা নিজেদের সামলে নিয়েছিলেন। বুঝেছিলেন বুমরাহর বিরুদ্ধে বেশি ঝুঁকি নেওয়া চলবে না! আর তাই হয়তো শেষ ইনিংসে একেবারে উইকেটশূন্য হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে।

ভারতীয় দলের তারকা পেসার আরও জানান, আমি যদি বোলিংয়ের কথা বলি, সে ক্ষেত্রে আমাদের আরও বেশি কাজ করতে হবে। আসলে টিম ইন্ডিয়ার বাকি বোলারদের উচিত জসপ্রীতকে সহায়তা করা। সকলকেই দায়িত্ব নিতে হবে। ওকে একা ছেড়ে দিলে চলবে না! দলের সবাই দায়িত্ব নিলে তবেই আমরা সহজেই জিততে পারব।

অবশ্যই পড়ুন: আজ থেকেই বাঁকুড়া-হাওড়া ভায়া মসাগ্রাম সরাসরি ট্রেন, জেনে নিন স্টপেজ সহ সময়সূচি

মিস ফিল্ড নিয়েও অসন্তুষ্ট শামি

ভারতীয় বোলারদের দুর্বল বোলিং আক্রমণের পাশাপাশি ইন্ডিয়ার ছেলেদের মিস ফিল্ড বা ক্যাচ মিসের ঘটনাগুলি নিয়েও ক্ষোভ জাহির করেছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ তারকা। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে 4টি ক্যাচ মিস করেছেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে বাকিদের হাত থেকেও 3টি ক্যাচ ফসকেছে! যে বিষয়টিকে একেবারেই ভাল চোখে দেখছেন না মহম্মদ শামি।

ভারতের অভিজ্ঞ ক্রিকেটারের বক্তব্য, এতগুলি ক্যাচ মিস না হলে প্রথম টেস্টের ফলাফল অন্যরকম হতে পারতো। তবে অন্যান্য বোলারদের ভুল ত্রুটি নিয়ে কথা বললেও বুমরাহর সেরা বিকল্প হিসেবে অর্শদীপ সিংয়ের দিকেই নিজের পছন্দের ইঙ্গিত দিয়েছেন টিম ইন্ডিয়ার এই সৈনিক।

Leave a Comment