দ্বিতীয় টেস্টে জায়গা পেলেন না টিম ইন্ডিয়ার পথের কাঁটা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে 5 উইকেটে পরাস্ত হয়েছিল ভারতীয় দল। ফলত, স্বাভাবিকভাবেই দ্বিতীয় টেস্টে (India Vs England) সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়াই এখন টিম ইন্ডিয়া একমাত্র লক্ষ্য। এমতবস্থায়, দ্বিতীয় আসরে নামার আগে ভারতের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল ইংলিশদের তারকা পেসার জোফরা আর্চারের প্রত্যাবর্তন।

এহেন আবহে, একবাস্টন টেস্টের আগেই এল সুখবর। শোনা যাচ্ছে, দ্বিতীয় টেস্টে ভারতের পথের কাঁটা হচ্ছেন না জোফরা। আসলে, ভারতের বিরুদ্ধে সদ্য দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। আর সেই তালিকা থেকেই ফের বাদ পড়েছেন টিম ইন্ডিয়ার ভয়ের কারণ।

জোফরাকে দলে না রাখার কারণ

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে চলাকালীন জল্পনা বেড়েছিল হয়তো দ্বিতীয় টেস্টেই ইংল্যান্ড দলে জায়গা পেয়ে যাবেন জোফরা। কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হল না! এর কারণ কি শুধুই চোট? বেশ কয়েকটি সূত্র মারফত খবর, চোটের কারণে নয়, বরং পারিবারিক সমস্যার কারণেই ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেলেন না আর্চার।

জানা যাচ্ছে, খেলোয়াড়ের পরিবারে জরুরি অবস্থার কারণে তাঁকে শেষ পর্যন্ত দলে নেওয়া হলো না অধিনায়ক বেন স্টোকসেরও। যদিও সম্প্রতি, ইংল্যান্ড দলের অধিনায়ক জানিয়েছিলেন, জোফরা এখন পুরোপুরি ফিট। সব ঠিক থাকলে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো হতে পারে। তবে শেষ পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে 1 জুলাই অর্থাৎ আজ দলের অনুশীলনে যোগ দিতে পারেননি আর্চার। আর সেই সূত্র ধরেই আগামীকাল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠ দখল করা হচ্ছে না তাঁর।

অবশ্যই পড়ুন: অ্যাথলেটিক্স ছেড়ে ক্রিকেট, সুযোগ হয়নি টিম ইন্ডিয়ায়! তাঁকেই দলে নিল KKR ফ্রাঞ্চাইজি

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির।

Leave a Comment