দ্য বেঙ্গল ফাইলসের টেলার লঞ্চে বাধা! কলকাতায় এসে গুরতর অভিযোগ বিবেক অগ্নিহোত্রীর

The Bengal Files Trailer

প্রীতি পোদ্দার, কলকাতা: কাশ্মীর ফাইলস- এর পর এবার দ্য বেঙ্গল ফাইলস’! কিন্তু ট্রেলার লঞ্চের আগে শহরের এক পাঁচতারা হোটেলে শুরু হল পরিচালকের সঙ্গে বিক্ষোভ! পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেন হোটেল কর্তৃপক্ষ নাকি ট্রেলার লঞ্চে বাধা দিয়েছে। বাদ যায়নি পুলিশও, ট্রেলার লঞ্চের দিন সকাল সকাল হোটেলে পৌঁছেছে কলকাতা পুলিশের টিম। অভিযোগ ওঠে, ট্রেলার দেখানোর মাঝেই কলকাতা পুলিশ ল্যাপটপ বাজেয়াপ্ত করে।

ট্রেলার লঞ্চে বড় বাঁধা

আগামী ৫ সেপ্টেম্বর বেঙ্গল ফাইলসের মুক্তি। তাই গতকাল অর্থাৎ শুক্রবার, ১৫ আগস্ট কলকাতার একটি সিনেমা হলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ -এর ট্রেলার লঞ্চের পরিকল্পনা করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কিন্তু শেষ মুহূর্তে এসে হোটেলের আয়োজকদের পক্ষ থেকে তা বাতিল করা হয়। এরপর ঠিক হয় আজ অর্থাৎ শনিবার বাইপাসের একটি পাঁচতারা হোটেলে ছবির ট্রেলার লঞ্চ হবে। কিন্তু সেখানেও ট্রেলার চলাকালীনই অন্য সুর গাইল হোটেল কর্তৃপক্ষ। পরিচালক স্টেজে থাকাকালীন হোটেল কর্তৃপক্ষ এসে বলেন যে, এখানে ট্রেলার লঞ্চ করা যাবে না। তাঁর অভিযোগ, এর পেছনে রয়েছে রাজ্য সরকারের চাপ। আর তাতেই চাপানউতোর পরিস্থিতি শুরু হয়।

অভিযোগ নাকচ হোটেল কর্তৃপক্ষের

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই ব্যাঘাত ঘটা নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন যে, এদিন স্টেজে যখন ট্রেলার চলছিল, তখনই হঠাৎ তার ছিঁড়ে দেওয়া হয়। যদিও হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন কিছুই করা হয়নি, শুধুমাত্র কথা বলতে গিয়েছিল তারা। কলকাতা কর্পোরেশনের অনুমতি নেই বলেও জানিয়েছে এই পাঁচতারা হোটেল। বিবেক অগ্নিহোত্রী ক্ষুব্ধ স্বরে এদিন বলেন, “মানুষের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করছে প্রশাসন। হিন্দু গণহত্যার উপর তৈরি এটা সবথেকে সৎ ছবি। আমেরিকায় ১২ শহরে বাঙালিরা দেখেছে। কিন্তু, কিছু নির্দিষ্ট গোষ্ঠী এটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে।” যদিও পুলিশের তরফে বলা হয়েছে, কোনও অফিশিয়াল অভিযোগ এখনও জমা পড়েনি। কিছু তথ্য পেয়ে পুলিশ এখানে এসেছে। যা বলার তা উচ্চ পদস্থ আধিকারিকরা জানাবেন বলেই বলা হয়েছে।

আরও পড়ুন: পথ কুকুরদের খাওয়াতে বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার! ৪৮৭টি রাস্তা চিহ্নিত করল KMC

FIR স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পরিচালকের ট্রেলার লঞ্চের অভিযোগে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এ বিষয়ে কোনও হল যদি এমন কনটেন্ট দেখাতে না চায়, তাহলে সেটা সেই হলের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। যদি তৃণমূল কংগ্রেস সেই হলকে ট্রেলার না দেখানোর পরামর্শ দিয়ে থাকে তাহলে তার প্রমাণ দিক পরিচালক।

প্রসঙ্গত, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও নির্মাতা পল্লবী যোশী এবং অভিষেক শর্মার বিরুদ্ধে লেকটাউন থানায় FIR করা হয়েছিল ৷ আর সেই FIR খারিজের দাবিতে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ শেষে FIR এর নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২৬ আগস্ট পর্যন্ত FIR এর উপর স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছে এবং আগামী ১৯ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।

Leave a Comment