প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বিরাট স্বস্তি! প্রয়োজনীয় তথ্যের অভাবে কলকাতা হাইকোর্টে খারিজ দ্য বেঙ্গল ফাইলসের (The Bengal Files) বিরুদ্ধে করা মামলা। বিগত কয়েকদিন ধরেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর থেকেই একাধিক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতি। কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতে দ্বারস্থ গোপাল মুখোপাধ্যায়ের নাতি
দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক যেন কিছুতেই কাটছে না। ট্রেলার থেকে শুরু করে ছবি রিলিজ সবটা নিয়ে শাসক-বিরোধী সংঘাত যেন বেড়েই চলেছে। এমতাবস্থায় গোপাল মুখোপাধ্যায়, যিনি বাংলার মানুষের কাছে গোপাল পাঁঠা নামে পরিচিত, তাঁর নাতি শান্তনু মুখোপাধ্যায় দ্য বেঙ্গল ফাইলসকে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ, পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, তাঁর দাদুর চরিত্রায়ন সিনেমায় যেভাবে ফুটিয়ে তুলেছেন, তাতে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায় সম্পর্কে ভুল বার্তা পৌঁছছে মানুষের কাছে, যা সম্পূর্ণ মিথ্যা।” অর্থাৎ দাদুর নামে মিথ্যা প্রচারের বিরুদ্ধে ওঠে মামলা।
মামলা খারিজ হাইকোর্টের
রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়ের মামলা ওঠে। এদিন মামলাকারী দাবি করেন এর আগে তথ্যের অধিকার আইনের আওতায় জানতে চাওয়া হয়েছিল যে ছবির নির্মাতারা কোথা থেকে তাঁর ঠাকুরদার তথ্য পেয়েছেন। কিন্তু সেই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। এমনকি তাঁদের আরও অভিযোগ, ছবির দু’টি নির্দিষ্ট অংশ বাদ দেওয়াও প্রয়োজন। কিন্তু সেই মামলা তথ্যের অভাবে সম্পূর্ণ খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
কী জানালেন বিচারপতি?
আদালতে এ দিন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। এমনকি এই মামলায় একাধিক তথ্যের অভাব রয়েছে। তবে বিচারপতি এও জানিয়েছেন যে যদি মামলাকারী চায় তাহলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন। এরপরই তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি তিনি খারিজ করে দেন।
উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেছিল শান্তনু মুখোপাধ্যায়। তাঁর দাবি, আগামী ১২ আগস্ট ফিল্ম সেন্সর বোর্ডে এই নিয়ে RTI করেছিলেন। পাশাপাশি বউবাজার থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এদিকে হাইকোর্টের নির্দেশে খানিক স্বস্তি পেয়েছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।