ধর্মঘটের আশঙ্কার মাঝেই কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করল Swiggy, Zomato

Swiggy zomato employee

সহেলি মিত্র, কলকাতাঃ দেশজুড়ে আন্দোলনের মধ্যেই বিরাট ঘোষণা করল Swiggy, Zomato। গিগ কর্মীদের (Employee) এবার থেকে আরও বেশি করে টাকা দেওয়ার ঘোষণা করল দেশের বড় এই দুই সংস্থা। অনলাইনে খাবার ও মুদিখানার অর্ডার সরবরাহকারী গিগ এবং ডেলিভারি কর্মীরা যখন ৩১ ডিসেম্বর, ২০২৫, বুধবার, ২০২৬ সালের নববর্ষের প্রাক্কালে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে, তখন এই খাতের প্রধান কোম্পানিগুলি স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যায়। তবে রিপোর্ট অনুসারে, নববর্ষের প্রাক্কালে ডেলিভারি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যে, অনলাইন খাদ্য সরবরাহ সংস্থা জোমাটো এবং সুইগি একটি বড় ঘোষণা করেছে। হ্যাঁ, উভয় সংস্থাই এখন গিগ কর্মীদের উচ্চ বেতনের প্রস্তাব দিয়েছে।

বেতন বৃদ্ধির ঘোষণা করল Swiggy, Zomato

অনলাইন খাদ্য বিতরণ প্ল্যাটফর্ম জোমাটো এবং সুইগি এখন তাদের ডেলিভারি অংশীদারদের জন্য বেশি বেতন অফার করবে বলে খবর। গিগ শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের ডাকের মধ্যে নববর্ষের প্রাক্কালে অর্ডার ডেলিভারি পরিষেবাগুলিতে বাধা কমাতে উৎসবের মরসুমে এটি একটি আদর্শ কৌশল বলে মনে করছেন অনেকে। উল্লেখযোগ্য যে তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) এবং ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ-ভিত্তিক পরিবহন শ্রমিক (IFAT) দাবি করেছিল যে লক্ষ লক্ষ শ্রমিক আরও ভালো বেতন এবং উন্নত কাজের পরিবেশের দাবিতে দেশব্যাপী ধর্মঘটে যোগ দিতে চলেছেন।

সূত্রের খবর, ধর্মঘটের ফলে নববর্ষের প্রাক্কালে জোমাটো, সুইগি, ব্লিঙ্কিট, ইন্সটামার্ট এবং জেপ্টোর মতো খাদ্য সরবরাহ এবং দ্রুত বাণিজ্য সংস্থাগুলির কার্যক্রম প্রভাবিত হতে পারে। এটি কোম্পানিগুলির জন্য একটি বড় উদ্বেগের বিষয় কারণ বছরের এই সময়ে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে। জোমাটো নববর্ষের আগের দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার মধ্যে পিক আওয়ারে ডেলিভারি পার্টনারদের প্রতি অর্ডারে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত পেমেন্টের প্রস্তাব দিয়েছে ।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে এরা পাবে না বিনামুল্যে সামগ্রী! তালিকায় আপনার রেশন কার্ড নেই তো?

একাধিক সূত্র জানিয়েছে যে প্ল্যাটফর্মটি অর্ডারের সংখ্যা এবং কর্মীদের প্রাপ্যতার উপর নির্ভর করে প্রতিদিন ৩,০০০ টাকা পর্যন্ত আয়ের প্রতিশ্রুতি দিয়েছে। অতিরিক্তভাবে, জোমাটো অর্ডার বাতিলকরণের জন্য জরিমানা সাময়িকভাবে মকুব করেছে। জোমাটোর মূল কোম্পানি, ইটারনালের একজন মুখপাত্র জানিয়েছেন যে এটি উচ্চ-চাহিদা উৎসব এবং বছরের শেষের দিকে অনুসরণ করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল।

কী বলছে Swiggy?

মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ থেকে ১ জানুয়ারি, ২০২৬ এর মধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত অর্থ প্রদান করা হবে, যার মধ্যে নববর্ষের আগের দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পিক আওয়ারে ২০০০ টাকা পর্যন্ত অর্থ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। কুইক কমার্স কোম্পানি জেপ্টো ডেলিভারি পার্টনারদের জন্য উপড়ি টাকার পরিমাণও বাড়িয়েছে।

Leave a Comment