বিক্রম ব্যানার্জী, কলকাতা: হয়ে গেল বহুদিন… আজও ভারতীয় দলে ডাক পেলেন না মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খান। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এ দল ঘোষণা করেছে ভারত। সেখানেও জায়গা হয়নি খান সাহেবের। কিন্তু কেন বারবার বছর 25 এর ক্রিকেটারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নির্বাচন কমিটি? তাহলে কি ধর্মীয় কারণেই তাঁকে জাতীয় দল থেকে দূরে রাখা হচ্ছে? এ প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ (MSK Prasad On Sarfaraz Khan)।
ধর্মীয় কারণেই বাদ সরফরাজ?
শেষবারের মতো গত বছরের অক্টোবরে মুম্বইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন সরফরাজ খান। সেই টেস্টের পর আর জাতীয় দলে ডাক পড়েনি তাঁর। আসন্ন 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তার আগে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। তবে সেই আসরেও জায়গা মেলেনি তরুণ ক্রিকেটারের। নেপথ্যে কি ধর্মীয় কারণ?
নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী, এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ‘যাঁরা ভারতীয় দলের বাছাই নিয়ে প্রশ্ন তোলেন, তাঁরা আসলেই ভারতীয় ক্রিকেট বোঝেন না। নির্বাচন কমিটি কখনই কোনও খেলোয়াড়ের ধর্ম দেখে না। যাঁরা এমনটা মনে করেন, তাঁরা ভারতীয় ক্রিকেটকে একেবারেই বোঝেন না।’
এদিন, ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক আরও বলেন, ‘সরফরাজকে বাদ দিন, সাধারণ যে কোনও ক্রিকেটারকে নির্বাচন করার ক্ষেত্রে, সে কোন সম্প্রদায়ের মানুষ, তিনি কোন অঞ্চলে বসবাস করেন এছাড়াও অন্যান্য বিষয় একেবারেই প্রাধান্য পায় না। তবে এমন প্রসঙ্গ তখনই সামনে আসে যখন দল থেকে কেউ ক্রমাগত বাদ পড়তে থাকেন! আমরা সবাই জানি, সরফরাজ খান একজন ভাল মাপের খেলোয়াড়। ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত খেলছেন। তবে তাঁকে নির্বাচন না করার পেছনে কী কারণ, সেটা শুধুমাত্র নির্বাচকরাই বলতে পারবেন।’
অবশ্যই পড়ুন: ‘ইসকন ইহুদিদের সংগঠন!’ বয়কটের দাবিতে তোলপাড় বাংলাদেশ
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় রাজনীতিক তথা কংগ্রেস নেত্রী শামা মহম্মদ তারকা ক্রিকেটার সরফরাজ খানকে নিয়ে একটি বড়সড় মন্তব্য করেন। তাঁর কথায়, ‘সরফরাজ খান কি তাঁর উপাধির কারণে ভারতীয় দলে নির্বাচিত হননি? আমি শুধু জিজ্ঞাসা করছি। আমরা জানি গৌতম গম্ভীর এই বিষয়ে কী ভাবছেন।’ হাত-শিবিরের নেত্রীর এমন মন্তব্যের পরই রাজনৈতিকভাবে জল ঘোলা হয়েছে অনেকটাই। এমনকি সেই ঘোলা জলে নামতে বাধ্য হচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররাও!