ধর্মেন্দ্রর মৃত্যু, ঘূর্ণিঝড় সেনিয়ার…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৪ নভেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ নভেম্বর, সোমবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। ধর্মেন্দ্রর মৃত্যু, ঘূর্ণিঝড় সেনিয়ার, পাকিস্তানে জঙ্গি হামলা, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তছরুপ সিভিক ভলেন্টিয়ারের

ঝাড়গ্রামে সিভিক ভলেন্টিয়ার দিব্যেন্দু পাল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে ১ লক্ষ ৫৮ হাজার টাকা আদায় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তিনি এক দম্পতিকে গ্রুপ ডি চাকরির লোভ দেখিয়ে টাকা নিয়েছিল এবং সরকারি মেল ও নিয়োগপত্র পাঠিয়ে প্রতারণা চালিয়েছিল। সন্দেহ হতেই জেলা পরিষদে জানালে প্রতারণা ধরা পড়ে। অভিযোগের পর পুলিশ রাতেই তাকে আটক করে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) পাকিস্তানে ফের জঙ্গিদের হামলা (Pakistan)

পাকিস্তানের পেশোয়ারের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি সদর দপ্তরে দুই জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ এবং গুলি চালিয়ে হামলা চালিয়েছে। সোমবার সকালে এই ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। শক্তিশালী বিস্ফোরণে আশেপাশের ভবনের কাঁচ ভেঙে যায়। এমনকি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এবং এফসি দ্রুত পাল্টা গুলি চালিয়ে এলাকায় ঘিরে ফেলেছে। বেলুচিস্তানে চরমপন্থী গোষ্ঠীর পুনরুত্থানের ফলেই এমন হামলা হচ্ছে বলে রিপোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) মহিলার ছবি বিকৃত করে পোস্ট কোন্নগরের ব্যবসায়ীর

হুগলির কোন্নগরে এক দোকানদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তিনি গোপনে মহিলা গ্রাহকদের ছবি তুলে এআই দিয়ে বিকৃত করে সোশ্যাল মিডিয়ার পোস্ট করতেন। এমনকি এই ঘটনা ফাঁস হতেই উত্তেজনা ছড়িয়েছে এবং ক্ষুব্ধ জনতা তাকে অর্ধনগ্ন করে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তার মোবাইল, ল্যাপটপ থেকে আধার কার্ড এবং মহিলাদের খারাপ ছবি উদ্ধার করেছে। স্থানীয়রা তার কড়া শাস্তির দাবি জানাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত

সুপ্রিম কোর্টের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সূর্য কান্ত। তাঁর শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি তাঁর পূর্বসূরী বিআর গভইয়ের অবসরের পরেই নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে সংবিধান অনুযায়ী দায়িত্বভার গ্রহণ করেছেন সূর্য কান্ত। তিনি জানিয়েছেন, তাঁর অগ্রাধিকারের জেলা আদালতে মামলায় বিচার সময় কমানো হবে এবং বিচারব্যবস্থাকে আরও দক্ষ করা হবে। আদালতের সক্ষমতা বাড়াতে সার্বিক পরামর্শের পরিকল্পনাও রয়েছে তাঁর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার

দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপ নিতে পারে এবং অন্ধ্র উপকূলে বিশেষ করে বিশাখাপত্তনমের কাছে ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুর দিকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গে কোনওরকম প্রভাব পরবে না। শুধুমাত্র হাওয়ার গতি এবং সকালে কুয়াশা বাড়তে পারে। আন্দামান-নিকোবর, কেরলসহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) টিকিট বিক্রির টাকা জমা দিয়ে ব্যবসায় বিনিয়োগ রেল কর্মীর স্ত্রীর

এনজিপি স্টেশনের কমার্শিয়াল সুপারভাইজার সরকারি টিকিট বিক্রির ২ কোটি টাকা জমা না দিয়ে স্ত্রী জয়শ্রীর বিভিন্ন ব্যবসায় লাগিয়েছেন বলে অভিযোগ। ২০২৩ সালের ৩ জানুয়ারি ১৪.৯ লক্ষ টাকা জমা না পড়ায় তদন্ত শুরু হয়েছিল। অভিযোগের পর অনিশ আগাম জামিন দেন। কিন্তু তাঁর স্ত্রী জয়শ্রীকে জিজ্ঞাসাবাদে অসন্তোষজনক উত্তর পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে। এমনকি  তার আয় ও সম্পত্তির অমিলও পুলিশ নজরে আনে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra Death)

প্রয়াত হলেন অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরবেলা মুম্বাইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে হঠাৎ করে একটি অ্যাম্বুলেন্স থামতে চারিদিকে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এমনকি সেই অ্যাম্বুলেন্সকে ধীরে ধীরে অভিনেতার বাসভবনের দরজায় পৌঁছয়। আর মেডিকেল টিম নেমে বাড়ির দিকে ঢোকে। এমনকি সেই অ্যাম্বুলেন্স সহ বলিউডের সব অভিনেতাদের শ্মশানেও দেখা যায়। আর এ থেকেই ইঙ্গিত মিলছে যে প্রয়াত হয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বাড়ল কলকাতা মেট্রোর সংখ্যা ও সময়সীমা

কলকাতা মেট্রো আজ ২৪ নভেম্বর থেকে অরেঞ্জ লাইনে মেট্রো সংখ্যা এবং সময়সীমা বাড়িয়েছে। সোম থেকে শুক্রবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ৬২টি মেট্রো চালানো হবে, যেখানে আগে চলত ৬০টি। প্রথম মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৭:৪০ মিনিটে এবং বেলেঘাটা থেকে ৮:১০  মিনিটে। শেষ মেট্রো চলবে রাত ৮:২০ মিনিটে এবং ৮:৪৫-এ। শনি এবং রবিবার পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি সিভিটিসি প্রযুক্তি চালু হচ্ছে, যা ট্রেনের ব্যবধান কমিয়ে যাত্রাকে আরও দ্রুত করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) হুগলিতে দুয়ারে হাসপাতাল

হুগলির প্রত্যন্ত গ্রামে শুরু হয়েছে ভ্রাম্যমাণ দুয়ারে হাসপাতাল পরিষেবা, যাতে প্রত্যেক মানুষ ঘরে বসে বিনামূল্য চিকিৎসা পাবে। প্রথম দফায় হুগলির দশটি বিধানসভায় দশটি মোবাইল মেডিকেল ভ্যান চালু করা হয়েছে। রক্ত পরীক্ষা, ইসিজি, প্রাথমিক চিকিৎসা, অক্সিজেন লাইভ সাপোর্ট সবই এবার বিনামূল্যে মিলবে। ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান থাকবেন প্রতিটি ভ্যানেই। প্রতি মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে এই পরিষেবা পৌঁছবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) পা পিছলে পড়ে আহত তৃণমূল নেতা কুণাল ঘোষ

তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বাথরুমে পা পিছলে পড়ে পা এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে তড়িঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্স-রে এবং স্ক্যানের পর চিকিৎসকরা জানাচ্ছেন, তার পায়ে অস্ত্রোপচার প্রয়োজন। মঙ্গলবার তার অপারেশন হবে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তৃণমূল এবং তার পরিবার এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি জারি করেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment