সহেলি মিত্র, কলকাতাঃ ফের বাংলার আকাশে অশনি সংকেত। মৌসুমী অক্ষরেখা সঙ্গে ঘূর্ণাবর্ত, দুইয়ের দাপটে প্রবল দুর্যোগের সম্মুখীন হতে চলেছে সমগ্র বাংলা। আজ শনিবার উল্টো রথের দিন সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। তবে এখানেই শেষ নয়, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ও উত্তরবঙ্গে মাত্রাতিরিক্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।
বাংলাজুড়ে টানা দুর্যোগের পূর্বাভাস জারি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রবিবার অবধি দুর্যোগ চলবে বাংলাজুড়ে। এরপর সোমবার থেকে আবার নতুন স্পেল শুরু হবে। জানা গিয়েছে, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলায় লাল-কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ বকেয়া DA মামলায় নাটকীয় মোড়! বিরাট বড় ‘ভুল’ করে ফেললেন সরকারি কর্মীরা
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে। তবে ৮ জুলাই, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও তীব্র হবে। আবহাওয়া অফিস জানিয়েছে যে জুলাই মাসেও শহরে বৃষ্টিপাতের কোনও ঘাটতি হবে না। জুলাই মাসে কলকাতায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে। ১৭ জুন কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা এসে পৌঁছেছিল। সেই মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হয়েছিল।
নতুন সপ্তাহে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিসের আধিকারিক জানিয়েছেন, “জুলাই মাসেও দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের আশা করছি। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সামান্য ঘাটতি থাকতে পারে।” এদিকে নতুন সপ্তাহে বাঁধভাঙা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। বুধবার অবধি ব্যাপক বৃষ্টি চলবে। বাংলার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, কর্ণাটক, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশাতে।